বাংলা নিউজ > বিষয় > খুন
খুন
সেরা খবর
সেরা ভিডিয়ো
আরজি কর কাণ্ডে ৯০ দিনেও চার্জশিট জমা দিতে পারেনি সিবিআই। এদিকে, গতকালই সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণꦍ্ডলের জামিনের খবর আসে। তখনই হতাশা প্রকাশ করেছিলেন জুনিয়র ডাক্তাররা। এরপর এদিন, জুনিয়র চিকিৎসক ও নার্সরা মিছিল করছেন করুণাময়ী থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত যান। ফের স্লোগান ওঠে 'বিচার চাই তিলোত্তমা', আর 'উই ডিমান্ড জাস্টিস'। প্রতিবাদে নামে অভয়া মঞ্চও। এছাড়াও এদিন আরজি কর ইস্যুতে রাজপথে নামে কংগ্রেস। একই ইস্যুতে সিজিও কমপ্লেক্স অভিযান হয় এসইউসিআইয়ের পক্ষ থ💛েকে। এই ইস্যুতে কলেজ স্কোয়ারে বিক্ষোভ দেখায় এসএফআই।
সেরা ছবি
দিনকয়েক আগেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। আজ ভোরবেলা হায়দরাবাদ গণধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্তদের এনকাউন্টারের বদলে যায় ছবিটা। রীতিমতো বীরের সম্মান পান তাঁরা। তাঁদের উপর পুষ্পবর্ষণ হয়। দেওয়া হয় স্লোগান।