🌃 আগেই নিষিদ্ধ করে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের রিঙ্গার্স ল্যাকটেট। আর এবার সেই নিষিদ্ধ তালিকায় আরও ১৩টি ওষুধের নাম যুক্ত করল পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দফতর। রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের মেডিক্যাল সুপারিনটেনডেন্ট কাম ভাইস-প্রিন্সিপাল এবং সব জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে স্পষ্ট নির্দেশ দিয়ে স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, কোনওভাবেই ব্যবহার করা যাবে না পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের তৈরি ১৪টি ওষুধ। হাতে থাকলেও সেইসব ওষুধ ব্যবহার করতে পারবে না কোনও হাসপাতাল। যেখানে যেখানে ওই ১৪টি ওষুধ আছে, সেগুলি তুলে নিতে হবে বলে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর।
আরও পড়ুন: ﷺKunal Ghosh: ‘নজর ঘোরানোর খেলা,’ প্রসূতি মৃত্যু নিয়ে লিখলেন কুণাল, ‘লজ্জা করে না!’ পালটা নেটপাড়া
স্যালাইন কাণ্ডের পরে নির্দেশ রাজ্যের
𓆉আর সেই নির্দেশিকা দেওয়া হয়েছে মেদিনীপুর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে এক প্রসূৃতির মৃত্যুর ঘটনার প্রেক্ষিতে। অভিযোগ উঠেছে যে নিম্নমানের স্যালাইন ব্যবহারের জেরে এক প্রসূতির মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন কয়েকজন প্রসূতি। সেই ঘটনায় ইতিমধ্যে তদন্ত শুরু করেছে রাজ্যের তদন্তকারী সংস্থা সিআইডি।
তদন্তে গিয়েছে সিআইডি
🍒তদন্তভার হাতে নেওয়ার পরে ইতিমধ্যে মেদিনীপুর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে গিয়েছেন সিআইডির অফিসাররা। সুপার, কয়েকজন নার্স, জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলেন। বিভিন্ন বিষয় জানতে চাওয়া হয়। খতিয়ে দেখেন রিঙ্গার্স ল্যাকটেটের ব্যাচ নম্বর, হাসপাতালের রোস্টার, লগবুকের মতো বিভিন্ন নথি।
আরও পড়ুন: 🗹‘কাউকে রেয়াত করা হবে না’, মুখ্যমন্ত্রীর ক্ষোভের মুখে স্বাস্থ্যসচিব, স্যালাইন কাণ্ডে তুলকালাম
কোন কোন ওষুধ নিষিদ্ধ করা হয়েছে?
🍃১) ডেক্সট্রোস ইনজেকশন ১০% (৬৫০ এমওএসএম/লিটার) হাইপারটোনিক।
ℱ২) লেভোফ্লোক্সাসিন ইনফিউশন-৫ মিলিগ্রাম/১০০ মিলিলিটার বোতল।
🎃৩) ম্যানিটল ইনফিউশন আইপি ২০% - ১০০ মিলিলিটার বোতল।
৪) অফলোক্সাসিন- ২০০ মিলিগ্রাম/১০০ মিলিলিটার।
৫) পেডিয়াট্রিক মেনটেনান্স ইলেক্ট্রোলাইট সলিউশন।
꧅৬) প্যারাসিটামল ইনফিউশন- ১০০০ মিলিগ্রাম/১০০ মিলিমিটার।
🌱৭) সোডিয়াম ক্লোরাইড ইনজেকশন আইপি ০.৯ শতাংশ (নর্ম্যান বা ইস্টোনিক স্যালাইন) (এনএ পজিটিভ ১৫৪ এমএমওএল/ আইসিএল ১৫৪ এমএমওএল/এল (এফএফএস প্রসেস)।
😼৮) ডেক্সট্রোস সলিউশন আইপি ৫% (ব্লো ফিল, সিল প্রসেস)
🃏৯) রিঙ্গার ল্যাকটেট সলিউশন আইপি ইনজেকশন (ব্লো ফিল এবং সিল প্রসেস)।
১০) রিঙ্গার ল্যাকটেট আইপি ইনজেকশন।
🎃১১) সোডিয়াম ক্লোরাইড ইরিগেশন সলিউশন (এনএস- ৩ লিটার)।
🧸১২) সোডিয়াম ক্লোরাইড ০.৯% + ডেক্সট্রস ৫% ইনজেকশন আইপি (ব্লো ফিল এবং সিল প্রসেস)।
♊১৩) সোডিয়াম ক্লোরাইড ইনজেকশন ০.৪৫% ডেক্সট্রোস ৫% পলিপ্রোপেলিন বটল ইন এফএফএস টেকনোলজি।
💎১৪) সোডিয়াম ক্লোরাইড ইনজেকশন ০.৯% নর্ম্যাল বা ইস্টোনিক স্যালাইন (এনএ পজিটিভ ১৫৪ এমএমওএল/ আইসিএল ১৫৪ এমএমওএল/এল (ব্লো ফিল এবং সিল প্রসেস)।