🦹 যাঁরা নিজেদের কেউকেটা ভাবছেন, তাঁদের কপালে বিপদ আছে। দলের নেতাদের এমনই ‘ওয়ার্নিং’ দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যে নেতারা ধরাকে সরা জ্ঞান করছেন, তৃণমূলে তাঁদের ভবিষ্যৎ মোটেও উজ্জ্বল নয়। আগামিদিনে তাঁদের জন্য তৃণমূলের দরজা বন্ধ হয়ে যাবে বলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন রাজ্যের শাসক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
'বুথকর্মী হোক বা আমি- সকলের জন্য দলে একই নিয়ম'
ꦅফলতায় সেবাশ্রয় শিবির পরিদর্শনের মধ্যেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, ‘দলের শৃঙ্খলার ঊর্ধ্বে কেউ নয়। তৃণমূলের একজন বুথস্তরের কর্মীকেও দলের শৃঙ্খলা মেনে চলতে হবে। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে আমায় একই শৃঙ্খলা মেনে চলতে হবে। দলীয় শৃঙ্খলার ঊর্ধ্বে কেউ নয়। শৃঙ্খলাপরায়ণ হয়ে দল করতে হবে। এটা মানুষের দল।’
কেউকেটা ভাবা নেতাদের কপালে বিপদ আছে, হুঁশিয়ারি অভিষেকের
💝অভিষেক আরও বলেন, ‘তৃণমূলের প্রত্যেক কর্মীকে আজ এই বার্তাই দিচ্ছি যে মানুষ আমাদের নির্বাচিত করেছেন। মানুষের জন্য আমাদের কাজ করতে হবে। কিন্তু মানুষের জন্য কাজ করতে গিয়ে...ওই কিছু লোক আছে, ধরাকে সরা জ্ঞান করে, আমার থেকে বড় কেউকেটা কেউ নেই, এটা যারা ভাবে, তাদের জন্য আগামিদিনে তৃণমূলের দরজা বন্ধ থাকবে।’
সিপিআইএমের থেকে কী শিখেছেন? ফাঁস অভিষেকের
❀কাদের জন্য তৃণমূলের দরজা বন্ধ হয়ে যাবে, সেটা বলে দেওয়ার পাশাপাশি বুধবার অভিষেক এটাও বলে দিয়েছেন যে শাসক দলের নেতাদের কী করতে হবে। তিনি বলেন, ‘বিনয়ী হতে হবে। বিনম্র হতে হবে। মানুষের কাছে হাতজোড় করে পৌঁছাতে হবে। সারা বছর থাকতে হবে। আর যারা ভাবছে, এলাকা দখল করে, মৌরসিপাট্টার মতো দল চালাব, তাদের কপালে বিপদ আছে। এই একই ভুল সিপিআইএম করত। এই একই ভুল অন্য জায়গায় বিজেপি করেছে। আমরা মানুষের দল। আমাদের সঙ্গে সিপিআইএম, বিজেপি, কংগ্রেসের একটা পার্থক্য আছে।’
♑তারইমধ্যে অভিষেক স্বীকার করে নিয়েছেন যে তৃণমূলের অন্দরে গোষ্ঠীকোন্দল আছে। তিনি জানিয়েছেন, যখন কোনও রাজনৈতিক দল বড় হয়ে যায়, তখন গোষ্ঠীকোন্দলের বিষয়টি একেবারেই অস্বাভাবিক নয়। বিজেপিতেও গোষ্ঠীকোন্দল আছে। একটা সময় সিপিআইএমও গোষ্ঠীকোন্দলে বিদ্ধ ছিল বলে দাবি করেন অভিষেক। সেইসঙ্গে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দাবি করেন, কোনও বাড়িতে যদি ছ'জন থাকেন, তাহলে চারজনের মধ্যে ঝগড়া হতে পারে। হতে পারে মনমালিন্য।