পুলিশকে গুলি করে ফেরার অসামি সাজ্জাক আলমের এনকাউন্টারের তীব্র নিন্দা করলেন আইনজীবী ও রাজ্যসভার সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য। শনিবার সকালে হিন্দুস্তান টাইমসকে তিনি বলেন, এভাবে আসলে তথ্যপ্রমাণ লোপাট করে দিল পুলিশ। কে বা কারা পুলিশকে গুলি চালানোর পিছনে রয়েছে তা আর কোনও দিন জানা যাবে না। এভাবে এনকাউন্টার করে আসলে দেশের বিচারব্যবস্থাকে অস্বীকার করল পুলিশ।এদিন বিকাশবাবু বলেন, আগে দেখতে হবে সত্যিই এনকাউন্টার হয়েছে কি না। তা যদি হয়েও থাকে তাহলে বলব নিজেই তথ্যপ্রমাণ লোপাট করে ফেলল পুলিশ। বিচারবিভাগীয় হেফাজতে থাকা একজন অভিযুক্ত কী ভাবে হাতে বন্দুক পেল। তাতে পুলিশেরই কেউ যুক্ত আছে কি না সেসব খতিয়ে দেখা দরকার ছিল। তাহলে পুলিশেরই গাফিলতি প্রকাশ্যে চলে আসত। সাজ্জাককে মেরে ফেলে নিজেদের মুখ বাঁচাল পুলিশ। তিনি আরও বলেন, এই ধরণের এনকাউন্টার অত্যন্ত নিন্দনীয়। আমি এর তীব্র প্রতিবাদ জানাই। এভাবে পুলিশ শুধু বিচারব্যবস্থার অস্তিত্ব অস্বীকার করল না, একজন নাগরিকের জীবনের অধিকারে হস্তক্ষেপ করল। আমাদের দেশের সংবিধান প্রতিহিংসাকে প্ররোচনা দেয় না। পুলিশের এই পদক্ষেপ সংবিধানের সেই ভাবনাকেও অস্বীকার করল। এভাবে চোখের বদলে চোখের খেলা শুরু হলে আমরা একদিন অন্ধ হয়ে যাব।