♌ মুক্তির পর দেখতে দেখতে পাঁচদিন কেটে গিয়েছে। শুরুটা ভালো হলেও, সপ্তাহের গোড়ার দিকে হুড়মুড়িয়ে কমল কঙ্গনা রানাওয়াত অভিনীত ছবি ইমারজেন্সির আয়। বর্তমানে ১৫ কোটি টাকার দোরগোড়ায় দাঁড়িয়ে আছে এই ছবির আয়। মঙ্গলবার, পঞ্চম দিন বক্স অফিসে কত টাকা তুলল এই ছবি?
আরও পড়ুন: 💫শরীরে থাবা বসিয়েছে ক্যানসার, তাও ‘অল দ্যাট ব্রিথস’র পরিচালক শৌনক বললেন, ‘ছদ্মবেশী আশীর্বাদ’! কেন?
ইমারজেন্সি ছবির বক্স অফিস কালেকশন
꧒সচনিল্কের রিপোর্টে জানানো হয়েছে ইমারজেন্সি ছবিটি বক্স অফিসে ১ কোটি টাকার ব্যবসা করেছে মঙ্গলবার, অর্থাৎ মুক্তির পর পঞ্চম দিনে। এখনও পর্যন্ত এটি এই ছবির সর্বনিম্ন আয় মুক্তি পাওয়ার পর। বর্তমানে ইমারজেন্সি ছবিটির আয় দাঁড়িয়ে আছে ১২ কোটি ৪০ লাখ টাকায়।
💮যেদিন ইমারজেন্সি মুক্তি পায় সেদিন বক্স অফিসে এই ছবিটি ২ কোটি ৫০ লাখ টাকার ব্যবসা করে, যা মোটেই মন্দ নয়। বরং গত পাঁচ বছরের নিরিখে কঙ্গনা রানাওয়াতের কোনও ছবির করা সব থেকে বেশি ব্যবসা ছিল এটি। দ্বিতীয় দিন অর্থাৎ সেই আয়ের পরিমাণ বেড়ে হয় ৩ কোটি ৬০ লাখ টাকা। রবিবার আয়ের পরিমাণ আরও কিছুটা বেড়ে হয় ৪ কোটি ২৫ লাখ টাকা। কিন্তু সোমবার আসতেই কমে আয়ের পরিমাণ। চতুর্থ দিন বক্স অফিসে এই ছবিটি ১ কোটি ৫ লাখ টাকার ব্যবসা করেছে।
ইমারজেন্সি ছবিটি প্রসঙ্গে
ꦕইমারজেন্সি ছবিটি লিখেছেন, পরিচালনা করেছেন কঙ্গনা রানাওয়াত। প্রযোজনাও করেছে তাঁর মনিকর্ণিকা ফিল্মস। ১৯৭৫ সালে জারি হওয়া জরুরী অবস্থার উপর ভিত্তি করে তৈরি হয়েছে ইমার্জেন্সি ছবিটি। মুখ্য ভূমিকায় থাকবেন কঙ্গনা রানাওয়াত, অনুপম খের, মিলিন্দ সোমান প্রমুখ।
আরও পড়ুন: ෴প্রথমে সিঁড়ি তারপর পাইপ বেয়ে ১২ তলায় উঠেছিল সইফের হামলাকারী! তদন্তে উঠে এল আর কোন তথ্য?
ꦯএই বিষয়ে জানিয়ে রাখা ভালো কঙ্গনা রানাওয়াত এদিন তাঁর দর্শকদের ধন্যবাদ জানিয়েছেন ছবিটিকে এত ভালোবাসা দেওয়ার জন্য। অন্যদিকে পঞ্জাবের বেশ কিছু জায়গায় যে ছবিটি মুক্তি পায়নি বা শিরোমণি গুরুদ্বার প্রবন্ধক কমিটি এবং অন্যান্য শিখ গোষ্ঠীর বিরোধিতার কারণে সেই বিষয়েও তিনি কথা বলেছেন এদিন।