ꦉ আরজি কর মামলায় সাজা ঘোষণার আগেও নিজেকে নির্দোষ বলে দাবি করল সঞ্জয় রায়। সোমবার শিয়ালদা আদালতে তাকে যখন বিচারক কথা বলার সুযোগ দেন, তখন সিভিক ভলান্টিয়ার দাবি করে যে আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের মামলায় তাকে ফাঁসানো হয়েছে। যদিও কে বা কারা ফাঁসিয়েছেন, সে বিষয়ে কোনও উচ্চবাচ্য করেনি সঞ্জয়। এতদিনের মতো শুধু নিজেকে নির্দোষ বলে দাবি করে এসেছে। যদিও সিবিআই স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, সঞ্জয় যা করেছে, তা ‘বিরলের মধ্যে বিরলতম অপরাধ’। সে রক্ষক ছিল। কিন্তু ভক্ষক হয়ে ওঠে। তাই তার মৃত্যুদণ্ড চেয়েছে সিবিআই। তাছাড়া আদালতে সঞ্জয়, সিবিআই কী বলল? সঞ্জয়ের আইনজীবী কী বললেন? শিয়ালদা আদালতের বিচারক কী বললেন? সেটার পুরোটা দেখে নিন।
‘আমায় বিনা কারণে ফাঁসানো হয়েছে’, দাবি সঞ্জয়ের
🐠সোমবারও নিজেকে নির্দোষ বলে দাবি করেছে সঞ্জয়। সঞ্জয় বলেন, ‘জোর করে আমায় অনেক কাগজে সই করানো হয়েছে। আমায় বিনা কারণে ফাঁসানো হয়েছে। আমি শনিবারও আপনাকে বলেছি, আমি রুদ্রাক্ষের মালা পরে থাকি। আমি যদি সত্যিই অপরাধ করতাম, তাহলে ঘটনাস্থলে আমার রুদ্রাক্ষের ছেঁড়া মালা পাওয়া যেত।’
🍸সঞ্জয় আরও বলেছে, ‘আমায় প্রথমদিন থেকেই ফাঁসানো হয়েছে । অত্যাচার করা হয়েছে। এখানে ওখানে সাইন করাচ্ছে, লেখাচ্ছে। সিবিআই বলল, মেডিকেল করতে নিয়ে যাবে। বেহালা থেকেই গাড়ি ঘুরে যায়। জোকায় মেডিকেল হল না। তারপর কমান্ড হাসপাতালের দিকে নিয়ে গেল। শেষে শিয়ালদা হাসপাতালে আনা হয়।’ সেইসঙ্গে সঞ্জয় বলে, ‘আপনি বিচার করুন।’
বাড়ির কেউ যোগাযোগ করেনি, দাবি সঞ্জয়ের
🐽তারইমধ্যে সঞ্জয়ের কাছে শিয়ালদা আদালতের বিচারক জানতে চান যে তার বাড়িতে কে কে আছেন। তাঁদের সঙ্গে যোগাযোগ আছে কিনা, তাও জানতে চান বিচারক। সঞ্জয় দাবি করেছে, বাড়িতে মা আছেন। তবে তাঁর সঙ্গে যোগাযোগ নেই। নিজে পুলিশ ব্যারাকে থাকত। গ্রেফতারের পরে বাড়ি থেকে কেউ যোগাযোগ করেননি বলেও দাবি করেছে সঞ্জয়।
নিজেকে নির্দোষ ছাড়া কিছু বলতে চায় সঞ্জয়? প্রশ্ন বিচারকের
💟সেইসঙ্গে সঞ্জয়কে উদ্দেশ্যে করে বিচারক মন্তব্য করেন যে সে নিজেকে নির্দোষ ছাড়া অন্যকিছু বলতে চায় কিনা। সেটার প্রেক্ষিতে সঞ্জয় দাবি করে, যে কাজটা করেনি, সেজন্য তাকে শাস্তি দেওয়া হচ্ছে। যদিও বিচারক জানান, তাঁর সামনে যা তথ্যপ্রমাণ আছে, তাতে সঞ্জয়কেই দোষী বলে প্রমাণ করছে।
💧উল্লেখ্য, নির্যাতিতা চিকিৎসকের বাবা এবং মা একাধিকবার জানিয়েছেন, সঞ্জয় শুধু বলছে যে ওকে ফাঁসানো হচ্ছে। কিন্তু কে ফাঁসিয়েছেন, সে বিষয়ে কিছু বলছে না। ওকে অনেকবার কথা বলার সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু ও বলেনি। শুধু বারবার নিজেকে নির্দোষ বলে দাবি করে গিয়েছে।
আরও পড়ুন: ♐RG Kar Case Judge: আগেও মৃত্যুদণ্ড দিয়েছেন, আরজি কর মামলার রায় দেবেন সেই বিচারক দাস, রইল তাঁর পরিচয়
মানুষের সেবা করছিলেন নির্যাতিতা, সওয়াল সিবিআইয়ের
🏅সিবিআই অবশ্য সোমবারও স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে সঞ্জয় দোষী। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী বলেন, ‘এটি বিরলের মধ্যে বিরলতম অপরাধ। এই ঘটনা গোটা সমাজকে নাড়িয়ে দিয়েছে। এই অপরাধে একমাত্র মৃত্যুদণ্ড হলেই সমাজের আস্থা বাড়বে। চিকিৎসক টাকার জন্য কাজ করছিলেন না। মানুষের সেবা করছিলেন। যে অপরাধী, সে নিরাপত্তার দায়িত্বে ছিল। রক্ষকই এখানে ভক্ষক।’
আরও পড়ুন: ♕আরজি কর কাণ্ডে সাজা ঘোষণার আগে আদালতকে ধন্যবাদ মমতার, মুখে নিলেন না CBI-এর নাম
ফাঁসির পরিবর্তে অন্য সাজা চাইলেন সঞ্জয়ের আইনজীবী
ꦯযদিও সঞ্জয়ের মৃত্যুদণ্ড যাতে আটকানো যায়, আজ সেই চেষ্টা করেন আসামির আইনজীবী। সুপ্রিম কোর্টের নির্দেশ আছে বলে দাবি করে তিনি সওয়াল করেন, 'বিরল থেকে বিরলতম ঘটনার ক্ষেত্রেও কি ফাঁসির সাজা দেওয়া যায়?' সেইসঙ্গে তিনি আর্জি জানান যে ফাঁসির পরিবর্তে সঞ্জয়কে অন্য কোনও সাজা দেওয়া হোক।