🐠 শাই হোপের ঝোড়ো ইনিংস সত্ত্বেও আশাহত হতে হল দুবাই ক্যাপিটালসকে। টুর্নামেন্টের ইতিহাসে দ্রুততম হাফ-সেঞ্চুরি করে একাই ম্যাচ ছিনিয়ে নিয়ে গেলেন শারজা ওয়ারিয়র্জের আবিষ্কা ফার্নান্ডো। শুক্রবার ইন্টারন্যাশনাল লিগ টি-২০'র ম্যাচে চার-ছক্কার বন্যায় রানের ফুলঝুরি ফোটে। হাই-স্কোরিং ম্যাচে ক্যাপিটালসকে ২০০-র গণ্ডি টপকেও হারতে হয় ওয়ারিয়র্জের কাছে।
♕শারজায় আইএল টি-২০'র অষ্টম লিগ ম্যাচে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে দুবাই ক্যাপিটালস। তারা নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ২০১ রানের বড়সড় ইনিংস গড়ে তোলে তারা। ওপেন করতে নেমে আগ্রাসী মেজাজে হাফ-সেঞ্চুরি করেন শাই হোপ। তিনি ৫২ বলে ৮৩ রানের লড়াকু ইনিংস খেলে অপরাজিত থাকেন। মারেন ৩টি চার ও ৬টি ছক্কা।
🎃বেন ডাঙ্ক করেন ১৭ বলে ২১ রান। তিনি ২টি চার ও ১টি ছক্কা মারেন। ১৪ বলে ২২ রান করেন ব্রেন্ডন ম্যাকমুলেন। তিনিও ২টি চার ও ১টি ছক্কা মারেন। ২০ বলে ২৭ রান করেন ক্যাপ্টেন সিকন্দর রাজা। তিনি ১টি চার ও ১টি ছক্কা মারেন। ১৫ বলে ২৮ রান করেন রোভম্যান পাওয়েল। তিনি ১টি চার ও ৩টি ছক্কা মারেন। ২ বলে ৪ রান করে আউট হন দাসুন শানাকা। ৩ বলে ৬ রান করে নট-আউট থাকেন গুলবদিন নায়েব।
🧸ওয়ারিয়র্জের হয়ে ৪ ওভারে ৩৫ রান খরচ করে ২টি উইকেট নেন টিম সাউদি। ১টি করে উইকেট নেন অ্যাডাম মিলনে, আদিল রশিদ ও করিম জানাত। উইকেট পাননি জুনাইদ সিদ্দিকি, রোহন মুস্তাফারা।
আইএল টি-২০'তে দ্রুততম হাফ-সেঞ্চুরি আবিষ্কা ফার্নান্ডোর
𒀰পালটা ব্যাট করতে নেমে শারজা ওয়ারিয়র্জ ১৮.১ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ২০২ রান তুলে ম্যাচ জিতে যায়। অর্থাৎ, ১১ বল বাকি থাকতে ৫ উইকেটে ম্যাচ জেতে তারা। আবিষ্কা ফার্নান্ডো তিন নম্বরে ব্যাট করতে নেমে শুরু থেকে তাণ্ডব চালান। তিনি মাত্র ১৬ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরির গণ্ডি টপকে যান। ইন্টারন্যাশনাল লিগ টি-২০'র ইতিহাসে এটিই সব থেকে কম বলে করা হাফ-সেঞ্চুরির সর্বকালীন রেকর্ড।
😼আরও পড়ুন:- ৭ ম্যাচে ৭৫২ রান করা ক্রিকেটারের ভক্ত হলেন সচিন! করুণ নায়ারের প্রশংসায় তেন্ডুলকর
𒀰আবিষ্কা শেষমেশ ২৭ বলে ৮১ রানের ধুমধাড়াক্কা ইনিংস খেলে সাজঘরে ফেরেন। তিনি ৬টি চার ও ৮টি ছক্কা মারেন। জেসন রয় করেন ২৪ বলে ২৬ রান। তিনি ২টি চার ও ১টি ছক্কা মারেন। ১৯ বলে ৩৭ রান করেন জনসন চার্লস। তিনি ৩টি চার ও ৩টি ছক্কা মারেন। ৬টি বাউন্ডারির সাহায্যে ১৭ বলে ৩১ রান করে অপরাজিত থাকেন লিউক ওয়েলস।
🐎ক্যাপিটালসের হয়ে ৪ ওভারে ৩০ রান খরচ করে ৩টি উইকেট নেন দুষ্মন্ত চামিরা। ১টি করে উইকেট নেন ওবেদ ম্যাককয় ও ওলি স্টোন। সঙ্গত কারণেই ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন আবিষ্কা ফার্নান্ডো।