🍷 পলকে পণ্য সরবরাহকারী মোবাইল অ্য়াপ ব্লিঙ্কিটে বিনিয়োগ আরও বাড়াল অনলাইন খাবার সরবরাহকারী অ্যাপ সংস্থা জোম্য়াটো। যা আদতে ব্লিঙ্কিটের 'মাদার কোম্পানি'ও (মূল সংস্থা) বটে। তথ্য বলছে, ব্লিঙ্কিটে আরও ৫০০ কোটি টাকা বিনিয়োগ করেছে জোম্য়াটো। সম্প্রতি প্রকাশ করা একটি রেগুলেটরির মাধ্যমে এই তথ্য সামনে এসেছে।
🐲এর ফলে ব্লিঙ্কিটে জোম্যাটোর বিনিয়োগের পরিমাণ বেড়ে হল - ২,৮০০ কোটি টাকা। উল্লেখ্য, ২০২২ সালের অগস্ট মাসে ব্লিঙ্কিট অধিগ্রহণ করে জোম্য়াটো। 'অল-স্টক ডিল'-এর মাধ্যমে এই মালিকানাবদল ঘটে। যার জন্য জোম্য়াটোকে খরচ করতে ৪,৪৭৭ কোটি টাকা।
🦩উল্লেখ্য, সম্প্রতি জোম্য়াটোর মূলধন বেড়ে হয়েছে ৮,৫০০ কোটি টাকা। যা তারা 'কোয়ালিফায়েড ইনস্টিটিউশনাল প্লেসমেন্ট' (কিউআইপি)-এর মাধ্যমে অর্জন করেছে। সংস্থার বক্তব্য, এর ফলে তাদের স্থায়িত্ব আরও বাড়বে। কুইক কমার্স সেক্টরে প্রতিযোগিতা ক্রমশ বাড়ছে। সেখানে এই মূলধন বৃদ্ধি জোম্য়াটোকে বাড়তি অক্সিজেন জোগাবে বলেই সংস্থার তরফ থেকে আশাপ্রকাশ করা হয়েছে।
🍒অন্যদিকে, ব্লিঙ্কিটকে সবথেকে বেশি যে সংস্থাগুলি চ্য়ালেঞ্জের মুখে ফেলেছে, সেগুলি হল - সুইগি ইনস্টামার্ট - যা সম্প্রতি চালু হয়েছে। এছাড়াও রয়েছে জেপটো - যার নেপথ্যে রয়েছে লাইটস্পিড নামক সংস্থা। যা চলতি বছর ১৩০ কোটি মার্কিন ডলারের বিনিয়োগ নিশ্চিত করে ফেলেছে।
♔এছাড়াও, কুইক কমার্সের এই সেক্টরে আরও দুই বড় খেলোয়াড় রয়েছে। তারা হল - ওয়ালমার্টের মালিকানাধীন ফ্লিপকার্ট। যাদের 'মিনিটস' পরিষেবা যথেষ্ট জনপ্রিয়। সেইসঙ্গে রয়েছে বিগবাস্কেট। এই সংস্থার নেপথ্যে রয়েছে টাটা জিজিট্য়াল। যে নামটার উপর ক্রেতাদের ভরসা অত্যন্ত গভীর।
༒এখানেই শেষ নয়। বেশ কিছুদিন হল, অনলাইন পণ্য সরবরাহকারী সংস্থা অ্য়ামাজনও কুইক কমার্সের বাজারে ঢুকে পড়েছে। ফলে প্রতিযোগিতা এককথায় তার চূড়ান্ত সীমায় পৌঁছে যাওয়ার জোগাড় হয়েছে।
ඣএই অবস্থায় বাজারের রাশ ধরে রাখতে পরিষেবা প্রদানের পরিসর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ব্লিঙ্কিট। যার প্রধান লক্ষ্য হল, ২০২৫ সালের মার্চ মাসের মধ্যেই অন্তত ১,০০০টি ডার্ক স্টোর অপারেট করা। এবং ২০২৬ সালের ডিসেম্বর মাসের মধ্য়ে সেই সংখ্য়াটা বাড়িয়ে ২,০০০ করা।
♌পাশাপাশি, সম্প্রতি তারা বিস্ত্রো নামে একটি পরিষেবাও চালু করেছে। যা সত্যিই ১০ মিনিটে খাবার ডেলিভারি করে। সুইগি এবং জেপটোর মোকাবিলা করতেই এই নয়া ব্যবস্থাপনা করা হয়।
♎এছাড়াও, দিন কয়েক আগে ভারতের মধ্য়ে প্রথম অ্যাপ-নির্ভর ১০ মিনিটে অ্য়াম্বুল্যান্স পাঠানোর পরিষেবা চালু করেছে ব্লিঙ্কিট। প্রাথমিকভাবে কেবলমাত্র গুরুগ্রামে এই পরিষেবা শুরু করা হয়েছে।