সুজিত সরকার পরিচালিত ‘আই ওয়ান্ট টু ꦐটক’ সিনেমাটি মুক্তি পেয়েছিল গত বছর ২২ নভেম্বর। সিনেমাটি অর্জুন নামের এমন একজন মানুষের জীবন নিয়ে তৈরি হওয়া গল্প, যিনি কিছুতেই ক্যানস𒐪ারকে মেনে নিতে পারছেন না। এবার ডিজিটাল প্লাটফর্মে মুক্তি পেতে চলেছে সিনেমাটি।
অভিষেক বচ্চনের সর্বশেষ সিনেমা ‘আই ওয়ান্ট টু টক’, বেশ ভালই জনপ্রিয় হয়েছে। বহুদিন বাদে অভিষেকের অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন সমালোচকরা। তবে আপনি যদি এই সিনেমাটি বড়পর্দায় দেখতে সময় না পেয়ে থাকেন, তাহলে একেবারে চিন্তা করা দরকার নেই। এবার ডিজিটাল প্লাটফর্মে মুক্তি পেতে চলেছে সিনেম🐎াটি।
আরও পড়ুন: ‘তনু ওয𝔉়েডস মনু’-র তৃতীয় পর্ব আসছে? কী বললেন মাধবন?
আরও পড়ুন: ‘ও আমার আജরেক মা…’, ভাইয়ের কথায় চোখে জল শ্🍸রেয়ার! USA-তে চাকরি করে সৌম্যদীপ, চিনুন এই হ্যান্ডসামকে
অ্যামাজন প্রাইম ভিডিয়ো ইন্ডিয়ার অফিসিয়াল Instagram হ্যান্ডেলে শনিবার মধ্যরাতে করা হয়েছে এই সিনেমার মুক্তির ঘোষণা। একটি পোস্টার শেয়ার করা হয়েছে অফিশিয়াল পেজ থ𒊎েকে, যেখানে দেখা যাচ্ছে অভিষেক (অর্জুন) এবং তার মেয়ে (রেয়া) বসে রয়েছেন। ক্যাপশনে লেখা,🌠 আপনি এখানে খুঁজে পাবেন সেই সিনেমা, যা একবার হলেও দেখা উচিত আপনার।
সিনেমা প্রসঙ্গে
‘আই ওয়ান্ট টু টক’ সিনেমার চিত্রনাট্য লিখেছেন অহলিয়া বামরু। সিনেমায় আমেরিকায় অবস্থিত মার্কেটিং পেশাদার অর্জুন সেনের বাস্তব জীবন দেখানো হয়েছে। অর্জুন, যিনি কিনা ক্যানসারে আক্রান্ত। তবে তিনি কিছুতেই মারা যেতে চান না, বেঁচে থাকার জন্য ♋হাজার চেষ্টা করেন তিনি।
অর্জুন সেন ওরফে অভিষেকের এই বেঁচে থাকার লড়াইয়ে সঙ্গ দেয় তাঁর কন্যা রেয়া। সিনেমায় অভিষেꦺকের তত্ত্বাবধায়কের ভূমিকায় অভিনয় করেছেন জনি লিভার। ইন্ডাস্ট্রিতে ২৫ বছর কাটিয়ে ফেলার পর অভিষেকের এমন একটি সিনেমা উপহার দেওয়া সত্যি প্রশংসনীয়।
আরও পড়ুন: ভুতু,পটলদের পর এবার সাহানার হাত ধরে আসছে ‘দুগ্গামণি’♏, কোন চ্যানেলে?💟 কে এই খুদে
আরও পড়ুন: ‘অর্ধেক সব 🙈সময় ভালো..’ ইন্ডাস্ট্রিতে ২৫ বছর কাটানোর প𓃲র কেন বললেন অভিষেক?
উল্লেখ্য, অমিতাভ বচ্চন ছাড়াও এই সিনেমাওর প্রশংসার পঞ্চমুখ হয়েছিলেন পরিচালক অনুরাগ কাশ্যপ। মেয়ের বিয়ের আগে মেয়ের সঙ্গে এই সিনেমাটি দেখে রীতিমতো চোখে জল চলে আসে পরিচালকের। সবাইকে তিনি অনুরোধ করেন একবার হলেও সিনেমাটি দেখার। অভিষেকের এত সুন্দর অভিনয় দেখে মুগ্ধ হয়ে যান তিনি।