ꦿ সাউথ আফ্রিকা টি২০র ম্যাচে দুরন্ত ক্যাচ নিলেন এমআই কেপটাউনের প্রোটিয়া তারকা ডেওয়াল্ড ব্রেভিস। অনবদ্য ক্যাচ নিয়ে তিনি আউট করেন স্বদেশিয় ফ্যাফ ডুপ্লেসিসকে। যদিও তাঁর অনবদ্য পারফরমেন্সেও জিততে পারল না এমআই শিবির। ম্যাচ ডিএলএস মেথডে জিতে নিল ফ্যাফ ডুপ্লেসিসের দল জোবার্গ সুপার কিংসই।
ꦑআরও পড়ুন-চ্যাম্পিয়ন্স ট্রফির আগে চেন্নাইতে বোলিং টেস্ট শাকিবের! তামিমকে দলে ফেরার সুযোগ BCBর!
ওম্যাচের অষ্টম ওভারে বোলিং করছিলেন কাজিসো রাবাদা। সেই ওভারের প্রথম বলেই ফ্যাফ ডুপ্লেসিস বড় শট খেলার চেষ্টা করেন স্কোয়ারের দিকে। সেই সময়ই ডিপ স্কোয়ারে ফিল্ডিং করছিলেন প্রোটিয়াদের যুব তারকা ব্রেভিস। ডুপ্লেসিসের বড় শট যাচ্ছিল ছয়ের জন্য। কিন্তু অনবদ্য দক্ষতায় সেই বলকে ছয় হতে দেননি তিনি, আটকে দেন।
𝓡আরও পড়ুন-‘আরও গোল করতে পারতাম’, ৩ গোলে জিতেও বলছেন মোলিনা! লিস্টনের ভাবনায় এখন শুধুই ডার্বি
꧃প্রথমে বাউন্ডারির বাইরে থেকে লাফ দিয়ে ক্যাচ ধরেন, এরপর নিজের শরীর বাউন্ডারির ভিতর চলে যেতেই বল শূন্যে ছুঁড়ে দেন তিনি। এরপর ফের ফিল্ডের ভিতর ডাইভ দিয়ে তিনি অসাধারণ ক্যাচ নিয়ে সাজঘরে ফেরান জোবার্গ সুপার কিংসের অধিনায়ক ডুপ্লেসিসকে। ২৩ বলে ৩০ রান করে সাজঘরে ফিরে যান ডুপ্লেসিস।
𝓰আরও পড়ুন- BGTতে ব্যর্থ হলেও এখনই অবসর নয় বিরাটের! তবে টেস্ট দলে ঢুকতে দিতে হবে লাল বলে পরীক্ষা!
🌳প্রথমে ব্যাট করতে নেমে এমআই কেপটাউন নির্ধারিত ২০ ওভারে করেছিল ৬ উইকেটে ১৪০ রান। টপ অর্ডারের প্রথম পাঁচ ব্যাটারই ব্যর্থ হওয়ার পর তাঁদের ইনিংসের হাল ধরেন দেলানো পটগিয়েটার এবং জর্জ লিন্ডে। পটগিয়েটার করেন ২২ বলে ৪৪ রান, জর্জ করেন ৩৫ বলে ৪৮রান। তাতেই তাঁদের স্কোর ভদ্রস্থ জায়গায় পৌঁছায়।
𓄧আরও পড়ুন- সুস্থ হয়ে উঠছেন… চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার আগেই নির্বাচকদের বার্তা কুলদীপের!
🥃জবাবে ব্যাট করতে নেমে ওপেনার ডেভন কনওয়ের উইকেট দ্রুত হারায় সিএসকে। যদিও অধিনায়ক ফ্যাফ ডুপ্লেসি এবং দু প্লয় দলের রান এগিয়ে নিয়ে যান। ২৩ বলে ২৪ রান করেন দু প্লয়। এরপরই শুরু হয় ম্যাচে বৃষ্টি। ঘন্টাখানেকের অপেক্ষার পর ম্যাচ শুরু করা না গেলে ডিএলএস মেথডে ৬রানে জয়ী হয় জোবার্গ সুপার কিংস দল। জোবার্গের পরের ম্যাচ মঙ্গলবার ডার্বানের বিপক্ষে। এমআইয়ের পরের ম্যাচ সোমবার পার্ল রয়্যালসের বিপক্ষে।