১২ জানুয়ারির মধ্যে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাথমিক স্কোয়াড ঘোষণা করে দিতে হবে দলগুলোকে। যদিও পরে এক মাস হাতে সময়ও থাকবে সব দলের, সেই প্রাথমিক স্কোয়াডের দলে পরিবর্তন করার। সামনে রয়েছে ভারতীয় দলের ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই, টি২০ সিরিজও। ওডিআই সিরিজের স𒈔ঙ্গেই চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করে দিতে পারে বিসিসিআই।
আরও পড়ুন-‘আরও গোল করতে পারতাম’, ৩ গোলে ๊জিতেও বলছেন মোলিনা! লিস্টনের ভাবনায় এখন শুধুই ডার্বি
১১ জানুয়ারি নির্বাচক কমিটির বৈঠক-
জানা যাচ্ছে ১১ জানুয়ারি 🅺ভারতীয় নির্বাচক কমিটির বৈঠক রয়েছে। সেই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হবে, চ্যাম্পিয়ন্স ট্রফি সম্পর্কে। অর্থাৎ চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোন কোন ভারতীয় ক্রিকেটাররা যাবেন, তা নিয়ে সিদ্ধান্ত হবে সেদিনই। দল ঘোষণাও সেদিনই করা হবে। আইসিসি ইভেন্টে সিমিত ওভারে সাম্প্রতিক সময় ভারতের পারফরমেন্স ভালো, সেকথা মাথায় রেখেই দল ঘোষণা করতে চলেছে অজিত আগরকরের নির্বাচক কমিটি।
আরও প🐭ড়ুন-সুস্থ হয়ে উঠছেন… চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার আগেই নির্বাচকদের বার্তা কুলদীপের!
ভারতের সম্ভাব্য স্কোয়াড-
সংবাদসংস্থা পিটিআই সূত্রে ভারতীয় ক্রিকেট দলের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সম্ভাব্য স্কোয়াড অনেকটা এরকম। ওপেনার তথা অধিনায়ক রোহিত শর্মা। এরপর রয়েছেন বিরাট কোহলি, যশস্বী জসওয়াল, শুভমন গিল, লোকেশ রাহুল, ঋষভ পন্ত, হার্দিক পাণ্ডিয়া, অক্ষর প্যাটেল💧, ওয়াসিংটন সুন্দর, জসপ্রীত বুমরাহ, আর্শদীপ সিং।
তিনটি জায়গা নিয়ে সংশয়-
এছাড়াও তিনজন ক্রিকেটারের স্পট ফাঁকা থাকছে। এর মধ্যে বরুণ চক্রবর্তী অথবা রবি বিষনৈয়ের মধ্যে একজন সুযোগ পাবেন। পেসার হিসে🐠বে মহম্মদ শামি খেলতে না পারলে আবেশ খান সুযোগ পাবেন। এছাড়াও রিঙ্কু সিং এবং তিলক বর্মার মধ্যে একজন ব্যাটারকে নিয়ে যাওয়া হতে পারে দুবাইতে। কিছুটা অপ্রত্যাশিতভাবেই এই তালিকায় নাও থাকতে পারেন রবীন্দ্র জাদেজা।
আরও পড়ুন- BGTতে ব্যর্থ হলেও এখনই অ🎶বসর নয় বিরাটের! তবে টেস্ট দলে ঢুকতে দিতে হবে লাল বলে পরীক্ষা!
জাদেজাকে বাদ দিয়ে অক্ষর?
ওয়াসিংটন সুন্দর এবং অক্ষর প্যাটেলের দিকেই পাল্লা বেশি ঝুঁকে রয়েছে ভারতের। সেক্ষেত্রে রবীন্দ্র জাদেজার ধারাবাহিকতার অভাবের কারণেই তাঁকে বাদ দিয়ে অক্ষর প্যাটেলকে🦄 সুযোগ দেওয়া হতে পারে। দুবাইয়ে ফ্ল্যাট উইকেট হওয়ায় সেখানে পেসাররা খুব বেশি সুবিধা করতে পারবেন না, যদি অভিজ্ঞতা না থাকে। তাই তিনজন স্পিনার নিয়েই সেদেশে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যেতে পারে ভারত।
কুলদীপের চোট, বিরাটদের বার্তা?
কুলদীপ যাদব আগের থেকে সুস্থ হয়ে উঠলেও পিটিআইয়ের তরফে দাবি করা সম্ভাব্য স্কোয়াডে তাঁর নাম নেই। ফিটনেস টেস্টে পাস করলে তাঁকে এবং শামিকে স্কোয়াডে রাখা হতে পারে বলে গুঞ্জন ছড়িয়েছিল। এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফি🐼তে রোহিত শর্মা, বিরাট কোহলিদের পরীক্ষা হতে চলেছে। কারণ জাদেজাকে বাদ দিতে পারলে, দলের বাকি দুই সিনিয়র ক্রিকেটারের দলে থাকাও যে একেবারে নিশ্চিত নয়, সেকথাও বুঝিয়ে দিতে পারে নির্বাচকরা। সেক্ষেত্রে তাঁদেরও ছন্দে ফিরতে হবে।