লখনউ সুপার জায়ান্টসকে হারিয়ে আইপিএল ২০২৫ মরশুমের পয়েন্ট টেবলের লাস্টবয় হয়েই থাকতে হল চেন্নাই সুপার কিংসকে। এই জয়ের পরেও𓆉 তারা এখন কোণঠাঁসা। তবে টানা পাঁচ ম্যাচ হারের পর, সিএসকে-র এই প্রত্যাবর্তনে দলের ভক্তরা নতুন করে স্বপ্নের জাল বুনছেন। এদিকে সিএসকে-র কাছে হেরেও নিজেদের চার নম্বর জায়গা ধরে রাখল এলএসজি। তবে তারা নেট রানর♒েটে বড় ধাক্কা খেল। প্রসঙ্গত, এদিনের ম্যাচের পর পয়েন্ট টেবলে কোনও দলের কোনও অবস্থানের পরিবর্তন হল না।
আইপিএল ২০২৫-এর আপডেটেড পয়েন্ট টেবল:
১) গুজরাট𓆏 টাইটান্স- ৬ ম্যাচে ৪টি জয়, ২টি☂ হার, ৮ পয়েন্ট (নেট রানরেট +১.০৮১)
২) দিল্লি ক্যাপিটালস-💧 ৫ ম্যাচে ৪টি জয়, ১টি হার, ৮ পয়েন্ট (নেট রানরেট +০.৮৯৯��)
৩) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু- ৬ ম্যাচে ৪টি জয়, ২টি হার, ৮ পয়ে🤪ন্ট (নেট রানরেট +০.৬🐻৭২)
৪) লখনউ সুপার জায়ান্টস- ৭ ম্যাচে ৪টি জয়, ৩টি হার, ৮ পয়েন্ট (নেট রানরে✱ট +০.০৮৬♚)
৫) কলকাতা নাইট রাইডার্স- ৬ ম্যাচে ৩টি জয়, ৩টি হার,🎐 ৬ পয়েন্ট (নেট রানরেট +০.৮০৩)
৬) পঞ্জাব কিংস- ৫ ম্যাচে ৩টি জয়, ২টি হার, ৬ পয়েন্ট🐻 (নেট রানরেট +০.০৬৫)
৭) মুম্বই ইন্ডিয়ান্🦂স- ৬ ম্যাচে ২টি জয়, ৪টি হার, ৪ পয়েন্ট (নেট 𝓰রানরেট +০.১০৪)
৮) রাজস্থান রয়্যালস- ৬ ম্যাচে ২টি জয়, ৪টি হার, ৪ পয়েন্ট (নেট রানরেট -০💜.৮♛৩৮)
৯) সানরাইজার্স হায়দরাবাদ- ৬ ম্যাচে ২টি জয়, ৪টি হার, ৪ পয়েন্ট (নেট ♔রানরেট -১.২৪৫)
১০) চেন্নাই সুপার কিংস- ৭ ম্যাচে ২টি জয়, ৫টি হার, ৪ পয়েౠন্ট (নেট রানরেট -১.২৭৬)
লখনউকে হারাল সিএসকে: টস হেরে এদিন ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ের মুখে পড়ে লখনউ সুপার জায়ান্টস। প্রথম ওভারে তারা এডেন মার্করামের উইকেট হারায়। নিকোলাস পুরানও ৮ করে আউট হন। তবে ঋষভ পন্তের ৪৯ বলে ৬৩ রানের ইনিংসের হাত 🐼ধরে লখনউ ১৫০ রানের গণ্ডি টপকায়। এছাড়া ২৫ বলে ৩০ করেন মিচেল মার্শ। নির্দিষ্ট ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৬ রান ক🌟রে লখনউ।