কালার্স টিভির দুটো বিখ্যাত শো হল ‘বিগ বস’ এবং ‘খাতরোঁ কে খিলাড়ি’। চলতি বছর বিগ বসের ১৯ তম সিজন এবং খাতরোঁ কে খিলাড়ি অনুষ্ঠানের ১৫ তম সিজন সম্প্রচারিত হওয়ার কথা। তবে এর মধ্যেই এমন একটি খবর পাওয়া গেল যা শু💫নে মাথায় হাত দর্শকদের।
সম্প্র🦋তি ইনস্টাগ্রামে ইনস্ট্রা বলিউড থেকে একটি ছবি পোস্ট করা হয়, যেখানে দেখা যাচ্ছে বড় বড় করে লেখা রয়েছে ‘ক্যানসেল’। বিগ বস ১৯ এবং খাতারো কে খিলাড়ি ১৫ কি সম্প্রচারিত হবে না এই বছর? নিচে ছোট করে লেখা রয়েছে প্রযোজক চ্যানেল ছেড়ে দিয়েছেন।
আরও পড়ুন: শাহরুখের বাড়িতে থাকতে চান! এক র💖াতের ভাড়া দিতে কম পড়বে ১ মাসের বেতনও, কত খরচ?
আরও পড়ুন: আপনাকে ভালোবাসি’, সিদ্ধিবিনায়ক মন্দিরে ভক্তের ডাক শুন🦩ে লজ্জায় লাল অমিতাভ
ছবিটি পোস্ট করে ক্যাপশন লেখা রয়েছে, ‘বানিজয় এশিয়া কালার্স টিভির সঙ্গে আর কাজ করবেন না। চ্যানেলের সঙ্গে প্রযোজকের কাজ না করার জন্ꦐয বন্ধ হতে চলেছে বিগ বস এবং খাতরোঁ কে খিলাড়ি। অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং ব্যবসায়িক পদক্ষেপ এই অনুষ্ঠানগুলির আগামী সিজন বন্ধ হয়ে যাওয়ার অন্যতম কারণ।’
খবরটি শ𒆙োনা মাত্রই বহু দর্শক ভীষণভাবে মুষড়ে পড়েছেন। কেউ কেউ আবার লিখেছেন, এটা পৃথিবীর কোনও পরিবর্তন হল না। কেউ আবার এই সমস্ত অনুষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার পক্ষেও কথা বলেছেন। কেউ কেউ আবার বলছেন, সলমন থাকতে অসুবিধা কি? তিনি নিজেই প্রযোজক হয়ে যাবেন।
আরও পড়ুন: ফের শুরু হতে চলেছে কেবিসি? কবে থেকে শুরু রেজিস্ট্রেশন? বি🥂গ বি-ই থাকছেন সঞ্চালনায়?
আরও পড়ুন: '♋তোমায় ছাড়া পাঁচটা নতুন বছর...', নববর্ষের আগে বাবাকে নিয়ে আবেগঘন স্বস্তি🅠কা
তবে প্রযোজকের সরে দাঁড়ানোর কারণে এই দুটি জনপ্রিয় অনুষ্ঠানদুটির ভবিষ্যত যে অনিশ্চিত হয়ে পড়ল তা বলাই বাহুল্য। তবে আগামী দিনে অন্য প্র♏যোজকদের হাত ধ🌄রে অনুষ্ঠান এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত কি নেবে চ্যানেল কর্তৃপক্ষ? সেটাই এখন দেখার।