সুপার ওভারে রাজস্থান রয়্যালসকে হারিয়ে পয়েন্ট টেবলের শীর্ষে উঠে এল দিল্লি ক্যাপিটালস। গুজরাট টাইটান্স নেমে💮 গেল 𒊎দুই নম্বরে। হেরেও একই পজিশনে থাকল রাজস্থান রয়্যালস। তাদের অবস্থানের পাশাপাশি পয়েন্ট টেবলের আর কোনও দলের জায়গার কোনও পরিবর্তন হল না।
আইপিএল ২০২৫-এর আপডেটেড পয়েন্ট টেবল:
১) দিল🔜্লি ক্যাপিটালস- ৬ ম্যাচে ৫টি জয়, ১টি হার, ১০ পয়েন্ট (নেট রানরেট +০.৭৪৪)
২) গুজরাট টাইটান্স- ৬ ম্যাচে ৪টিꦜ জয়, ২টি হার, ৮ পয়েন্ট (নেট রানরেট +১.০৮১)
৩) রয়্যাল চ্য♉ালেঞ্জার্স বেঙ্গালুরু- ৬ ম্🌄যাচে ৪টি জয়, ২টি হার, ৮ পয়েন্ট (নেট রানরেট +০.৬৭২)
৪) পঞ💦্জাব কিংস📖- ৬ ম্যাচে ৪টি জয়, ২টি হার, ৮ পয়েন্ট (নেট রানরেট +০.১৭২)
৫) লখ🌄নউ সুপার জায়ান্টস- ৭ ম্যাচে ৪টি জয়, ৩টি হার, ৮ পয়েন্ট (নেট রা𝐆নরেট +০.০৮৬)
৬) কলকাতা নাইಞট রাইডার্স- ৭ ম্যাচে ৩টি জয়, ৪টি হার, ৬ পয়েন্ট (নেট রানরেট +০.৫৪৭)
৭) মুম্বই 𓆉ইন্ডিয়ান্স- ৬ ম্যাচে ২ট♔ি জয়, ৪টি হার, ৪ পয়েন্ট (নেট রানরেট +০.১০৪)
৮)𝄹 রাজস্থান রয়্যালস- ৭ ম্যাচে ২টি জয়, ৫টি হার, ৪ পয়েন্ট (নেট রানরেট -০.৭১৪)
৯𝕴) সানরাইজার্স হায়দরাবাদ- ৬ ম্যাচে ২টি জয়, ৪টি হার, 🔴৪ পয়েন্ট (নেট রানরেট -১.২৪৫)
১০) চেন্নাই সুপার কিংস- ৭ ম্যাচে ২টি 🌃জয়, ৫টি হার, ৪ পয়েন্ট (নেট রানরেট -১.২৭৬)
এদিন টস হেরে প্রথমে ব্যাট করতে নেমেছিল দিল্লি। শুরুটা তারা খারাপ করেনি। প্রথম দুই ওভারে দিল্লি ক্যাপিটালসের সংগ্রহ ছিল বিনা উইকেটে ৩৩ রান। দ্বিতীয় ওভারে তুষার দেশপান্ডেকে পিটিয়ে ২৩ রান নিয়েছিলেন অভিষেক পোড়েল। কিন্তু তৃতীয় ওভারে জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক (৯ রান) এবং চতুর্থ ওভারে করুণ নায়ারের (০ রান) উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে গিয়েছিল দিল্লি ক্যাপিটালস। এর পর তাদের 🍌খেল♔ার গতিও মন্থর হয়ে যায়। শেষ পর্যন্ত অভিষেক পোড়েলের ৩৭ বলে ৪৯, কেএল রাহুলের ৩২ বলে ৩৮, ত্রিস্তান স্টাবের ১৮ বলে অপরাজিত ৩৪ এবং অক্ষর প্যাটেলের ১৪ বলে ঝোড়ো ৩৪ রানের হাত ধরে দিল্লি নির্দিষ্ট ২০ ওভারে ৫ উইকেটে ১৮৮ রান করে। রাজস্থানের হয়ে ২টি উইকেট নিয়েছেন জোফ্রা আর্চার।