আমেরিকার বিরুদ্ধে প্♏রথম ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে যায়। ফলে সেই ম্যাচ থেকে ১ পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয় পাকিস্তানকে। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে আত্মসমর্পণ করে হার মানে পাকিস্তান। এবার বৃষ্টি বিঘ্নিত তৃতীয় ম্যাচে আয়ারল্যান্ডের কাছে হেরে বসে পাকিস্তান। ফলে মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপের খেতাবের দৌড় থেকে ছিটকে যায় তারা। পাকিস্তানকে হারিয়ে সুপার সিক্সের টিকিট নিশ্চিত করে আয়ারল্যান্ডের মহিলা ক্রিকেট দল।
বুধবার বিশ্বকাপের বি-𒊎গ্রুপের ম্যাচে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে আয়ারল্যান্ড। তবে ম্যাচ শুরুর কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি নামলে থমকে থাকে খেলা। বৃষ্টির শেষ পুনরায় খেলা শুরু হলে ২০ ওভারের ম্যাচ কমে দাঁড়ায় ৯ ওভার প্রতি ইনিংসে।
আয়ারল্যান্ড নির্ধারিত ৯ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ৬৯ রান সংগ্রহ করে। ওপেনার অ্যালিস ওয়ালস ১৯ বলে ৩১ রানের আগ্রাসী ইনিংস খেলেন। তিনি ৫টি চার মারেন। ১০ বলে ১১ রান করেন ফ্রেয়া সার্জেন্ট। তিনি ২টি চা♊র মারেন। ১৩ বলে ১৩ রান করে অ্যানা꧟বেল স্কুইস। ১০ বলে ১০ রান করেন অ্যাবি হ্যারিসন।
পাকিস্তানের হয়ে মেমুনা খালিদ ১ ওভারে ৬ রান খরচ করে ২টি উইকেট তুলে নেন। ২ ওভারে ১০ রান খরচ করে ১টি উইকেট নেন মাহনূর জেব। ২ ওভারে ৮ রান⭕ খরচ করে ১টি উইকেট নেন আহসেন। ২ ওভারে ৩০ রান খরচ করেও উইকেট পাননি ফতিমা খান।
ডাকওয়ার্থ-লুইস নিয়মে জয়ের জন্য পাকিস্তানের সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৭৩ রানের। তারা নির্ধারিত ৯ ওꦚভারে ৭ উইকেটের বিনিময়ে ৫৯ রানে আটকে যায়। ফলে ১৩ রানের ব্যবধানে ম্যাচ জিতে সুপার সিক্স রাউন্ডে প্রবেশ করে আয়ারল্যান্ড।
বি-গ্রুপে ৩ ম্যাচে ৫ পয়েন্টে নিয়ে এক নম্বরে থাকে ইংল্যান্ড। ৩ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকে আমেরিকা। ৩ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে তৃতীয়♒ স্থানে থাকে আয়ারল্যান্ড। ৩ ম্যাচে ১ পয়েন্ট নিয়ে চার নম্বরে থাকে পাকিস্তান। প্রতিটি গ্রুপ থেকে ৩টি করে দল সুপার সিক্স রাཧউন্ডে উঠবে। তাই পাকিস্তানের ছিটকে যাওয়া নিশ্চিত হয়ে যায়।
এই ম্যাচে পাকিস্তানের হয়ে কোমল খান ১২, ফতিমা খান ১০ ও আরিশা আনসারি ১০ রান করেন। আয়ারল্যান্ডের এলি ম্যাকগি ১৩ রানে ২টি উইকেট নেন। পাকিস্তানের ৩ জন ব্যাটার রান-আউট হন। ম্যাচে🍒র সেরা হন আয়ারল্যান্ডের অ্যালিস ওয়ালস।