দিল্লি প্রিমিয়ার লিগের প্রথম মরশুমে এক ওভারে ৬টি ছক্কা মেরে সকলের নজর কেড়েছিলেন প্রিয়াংশ আর্য। ২০২৫ আইপিএলের প্রথম ম্যাচে পঞ্জাব কিংসের জার্সিতে আইপিএলে অভিষেক হয় প্রিয়াংশ আর্যের। তিনি কিন্তু ২২ গজে ঝড় তুলতে ওস্তাদ। আর তার প্রমাণ আরও একবার মিলল বুধবার (৮ 🦩এপ্রিল) চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্💫যাচে।
ব্যাট হাতে রানের ফুলঝুরি প্রিয়াংশের। তিনি ৪২ বলে ৯টি ছক্কা এবং ৭টি চারের সাহায্যে ১০৩ রানের ঝড়ো ইনিংস খেলেন। যওা পঞ্জাব কিংসকে ৬ উইকেটে ২১৯ রানের বিশাল স্কোরে পৌঁছতে সাহায্য করেছিল। আইপিএলের ইতিহাসে সবচেয়ে দ্রুততম আনক্যাপড খেলোয়াড় হিসেবে সেঞ্চুরি করেন প্রিয়াংশ আর্য। এছাড়াও, এটি যৌথ ভাবে আইপিএলের চতুর্থ দ্রুততম সেঞ্চুরি।
৩.০৮ কোটি টাকায় কিনে নেয় পঞ্জাব কিংস
আইপিএল নিলামে প্রিয়াংশ আর্যকে🔥 ৩.৮ কোটি টাকায় পঞ্জাব কিংস কিনেছিল, সেই সময় সকলের নজর ছিল এই খেলোয়াড়ের উপর। ২০২৫ সালের আইপিএলের খেলোয়াড় নিলামে, প্রিয়াংশকে কেনার জন্য দিল্লি ক্যাপিটালস, পঞ্জাব কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যে প্রতিযোগিতা হয়েছিল। শেষ পর্যন্ত পঞ্জাব কিংস এই যুদ্ধে জয়ী হয়। যাইহোক প্রিয়াংশ আর্যকে আগে দিল্লি ক্যাপিটালস উপেক্ষাও করেছিল।
তবে, রিকি পন্টিংয়ের আত্মবিশ্বাসই পঞ্জাব ক𓆏িংসে তাঁর জায়গা পাকা করে দেয়। এই প্রসঙ্গে, টিম ইন্ডিয়ার প্রাক্তন নির্বাচক দেবাং গান্ধী বলেন যে, বলের সঙ্গে প্রিয়াংশের টাইমিং অসাধারণ। তিনি সহজেই ফাস্ট বোলারদের সামলাতে পারেন। দেবাং এও জানিয়েছেন যে, তিনি এর আগে প্রিয়াংশ আর্যকে দিল্লি ক্যাপিটালসে সুপারিশ করেছিলেন। দেবাং গান্ধী বলেন, ‘দিল্লির নির্বাচকেরা মনে করেছিলেন যে, লাল বলের ক্রিকেটে (প্রিয়াংশ) আর্যের রান নেই এবং ওঁকেಌ নিয়ে ঝুঁকি নিতে চাননি তাঁরা। আমি দিল্লি ক্যাপিটালসের ক্রিকেট ডিরেক্টর সৌরভ গঙ্গোপাধ্যায়কে ওঁর নাম সুপারিশ করেছিলাম।’