♌ ২০২২ সালে সাতপাকে বাঁধা পড়েন আলিয়া ভাট এবং রণবীর কাপুর। ১৪ এপ্রিল ঘনিষ্ট বন্ধু এবং পরিবারের উপস্থিতিতে চার এক হাত হয়েছিল তাঁদের। আর সেই ঘটনার আজ দেখতে দেখতে তিন বছর পার করল। তৃতীয় বিবাহবার্ষিকীতে বরকে শুভেচ্ছা জানিয়ে কী লিখলেন আলিয়া?
আরও পড়ুন: ꧂কাঞ্চন বর নয়, শ্রীময়ীর 'বড় ছেলে'! বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই একি দাবি করলেন অভিনেত্রী?
আলিয়া, রণবীরের বিবাহবার্ষিকী
🍸আলিয়া ভাট এদিন তাঁদের তৃতীয় বিবাহবার্ষিকী উপলক্ষ্যে ১৪ এপ্রিল বিকেল বেলায় তাঁর এবং রণবীর কাপুরের একটি অদেখা ছবি পোস্ট করেন। সেখানে রণবীরকে সেলফি তুলতে দেখা যাচ্ছে। আর তাঁর পাশে আদুরে ভঙ্গিতে কাঁধে মাথা রেখে দূরে সূর্যাস্ত দেখছেন আলিয়া। পিছনে ঝাপসা অথচ দিগন্ত বিস্তৃত সমুদ্র দেখা যাচ্ছে।
🎃এদিন এই ছবিটি পোস্ট করে আলিয়া ভাট লেখেন, 'বাড়ি, সবসময়। হ্যাপি ৩।' তাঁর পোস্টে ননদ করিনা কাপুর মন্তব্য করেন। লেখেন, 'সেটা মানুষ দুটো।' নিতু কাপুর একাধিক লাল হৃদয়ের ইমোজি পোস্ট করেন। সোনি রাজদান, সিদ্ধার্থ মালহোত্রা, রণবীর সিং সহ আরও অনেকেই তাঁদের বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন।
আরও পড়ুন: 🎐অর্জুনকে বিদ্রূপ করে 'মজা' পান নেটিজেনরা! ট্রোলারদের একহাত নিয়ে কী বললেন বনি-পুত্র?
🗹প্রসঙ্গত আলিয়া ভাট এবং রণবীর কাপুর ব্রহ্মাস্ত্র ছবির সেটে একে অন্যের প্রেমে পড়েন। আর সেই সম্পর্কই গড়ায় বিয়েতে। ২০২২ সালের ১৪ এপ্রিল সাতপাকে বাঁধা পড়েন তাঁরা। সেই বছরই তাঁদের মেয়ে রাহা ভূমিষ্ট হয়। আপাতত মেয়েকে নিয়ে তাঁদের ভরা সংসার।
ꦬরণবীরকে শেষবার অ্যানিম্যাল ছবিতে দেখা গিয়েছে। অন্যদিকে আলিয়া ভাটকে দেখা গিয়েছে জিগরা ছবিতে। আগামীতে তাঁদের দুজনকেই দেখা যাবে সঞ্জয় লীলা বনসালির লাভ অ্যান্ড ওয়ার ছবিতে। সেখানে থাকবেন ভিকি কৌশলও। এছাড়া রণবীরের হাতে আছে রামায়ণ ছবিটিও। অন্যদিকে আলিয়ার হাতে আছে যশরাজ ফিল্মসের প্রথম মহিলা স্পাই ছবি আলফা।
আরও পড়ুন: 🍰বাবিলকে চড় মারতে চান হুমা? ভিডিয়ো ভাইরাল হতেই ইরফান পুত্রকে নিয়ে কী বলছে নেটপাড়া?