আগামী ১৮ এপ্রিল বড়পর্দায় মুক্তি পাবে ‘কেশরী চ্যাপ্টার ২’। স💧িনেমার প্রচারে বিন্দুমাত্র খামতি🅠 রাখছেন না অক্ষয় কুমার, আর মাধবন এবং অনন্যা পান্ডে। এবার প্রচারের ফাঁকেই টুক করে ঘুরে এলেন স্বর্ণমন্দির। সোমবার স্বর্ণ মন্দিরের প্রার্থনা সেরে সেখান থেকেই ছবি পোস্ট করলেন তারকারা।
স্বর্ণ মন্দিরে ঈশ্বরের দর্শন সেরে একটি ছবি পোস্ট করে অক্ষয় লেখেন, ‘মাথা নত করে শান্ত⛦ি পেলাম’। অক্ষয়ের পোস্ট করা ছবিতে, তিন তারকাকেই দেখা গেছে হাতজোড় কর♒ে দাঁড়িয়ে থাকতে। পিছনে স্পষ্ট স্বর্ণমন্দির।
আরও পড়ুন: বলিউডে প্রত্যাবর্তন ফাওয়াদের,সমর্থন জানিয়ে সুস📖্মিতা বললেন, 'শিল্প♕ে স্বাধীনতা…'
আরও পড়ুন:♊ টিকিট কেটেও মেলেনি হৃতিকের ছবি, ভক্তদের অভিযোগ ‘ভিত্তিহীন’ বলে দাবি আয়োজকদে🌃র
তবে শুধু অক্ষয় নন, অনন্যাও স্বর্ণ মন্দিরের সামনে দাঁড়িয়ে এ♓কটি ছবি শেয়ার করেছেন, যার ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ওহে গুরু জি কা খালসা ওয়াহে গুরু জি কি ফাতেহ। #কেশরী চ্যাপ্টার ২।’
প্রসঙ্গ🌜ত, ১৯১৯ সালের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের ওপর ভিত্তি করে সিনেমাটি তৈরি করা হয়েছে। এই সিনেমায় সি শংকরন নায়ারের চরিত꧙্রে অভিনয় করেছেন অক্ষয়। আর মাধবন অ্যাডভোকেট নেভিল ম্যাককিনলির চরিত্রে এবং অনন্যা পান্ডে দিলরিত গিলের চরিত্রে অভিনয় করেছেন।
এছাড়াও রেজিনা ক্যাসান্দ্রা, সাইমন পেসলি ♋ডে এবং অমিত সিয়াল সহ-অভিনেতা হিসেবে অভিনয় করেছেন। ছবিটি পরিচালনা করেছেন করণ সিং ত্যাগী। ছবিটি প্রযোজনা করেছেন ধর্মা প্রোডাকশন, লিও মিডিয়া কালেক্টিভ এবং কেপ অফ গুড ফিল্মস।
‘কেশরী ২’ মুক্তির আগে থেকেই সিনেমার গল্প নিয়ে বেশ উত্তেজিত দর্শকরা। ইতিমধ্যেই এই সিনেমাটি তেলেগু ভাষায় প্রকাশ করার দাবি জানিয়েছেন অভিনেতা প্রযোজক রানা দাগ্গুবতি। তিনি শুধু সিনেমার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন তা নয়, আগামী দিনে তেলেগু ভাষায় এই সিনেমাটি তৈরি ♛করার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। এমন ছবি প্রত্যেক ভাষার দর্শকদের দেখা উচিত বলেই দাবি জানিয়েছেন বাহুবলী খ্যাত এই অভিনেতা।
আরও পড়ুন: বন্ধ হয়ে গেল ‘দ্যা দিল্লি ফাইলღস’ - এর শ্যুটিং, ক্ষুব্ধ বিবেক বললেন,'অসম্ভব!'
আরও পড়ুন: কেশরী চ্যাপ্টার ২ দেখে আপ্লুত রানা দাগ্গুবতি♛, বললেন, 'এমন সিনেমা সব ভাষায়...'
উল্লেখ্য, ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত কেশরী ১, সারাগড়ির যুদ্ধের ঘটনাকে কেন্দ্র করে তৈরি করা হয়। ১৮৯৭ সালে ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীর ৩৬তম শিখ রেজিমেন্টের ২১ জন শিখ সৈন্য এবং ১০,০০০ আফ্রিদি এবং ওরাকজাই পশতুন উপজাতির মধ্যে একটি যুদ্ধের ঘটনা তুলে ধরা হয়েছিল সিনেমার𝐆 মধ্যে। সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন পরিণীতি চোপড়া।