🦩 বৃহস্পতিবার ঘরের মাঠে দিল্লি ক্যাপিটালসের কাছে হতাশাজনক হারের মুখ দেখতে হয় আরসিবিকে। চলতি আইপিএলে নিজেদের ডেরায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এটি দ্বিতীয় পরাজয়। ১৩ বল বাকি থাকতেই আরসিবির ঝুলিয়ে দেওয়া টার্গেট টপকে যায় অক্ষর প্যাটেলের নেতৃত্বাধীন ক্যাপিটালস। দিল্লি ইনিংসের মাঝে একসময় জয়ের সম্ভাবনা তৈরি করে আরসিবি। তবে শেষের দিকে হোম টিমের কাছ থেকে ম্যাচ ছিনিয়ে নিয়ে যান লোকেশ রাহুল ও ত্রিস্তান স্টাবস।
💟খেলার শেষ কয়েক ওভারের ঘটনা পরম্পরায় বিরাট কোহলি মোটেও সন্তুষ্ট ছিলেন না। দিল্লি ক্যাপিটালস ইনিংসের ১৬তম ওভারে বল করছিলেন সুয়াশ শর্মা। কোহলিকে সেই সময় বাউন্ডারি লাইনে দীনেশ কার্তিকের সঙ্গে গম্ভীরভাবে কথা বলতে দেখা যায়।
🧜কোহলির শরীরীভাষায় স্পষ্ট যে, তিনি আরসিবির ব্যাটিং কোচকে সম্ভবত অধিনায়ক রজত পতিদারের ফিল্ডিং সেটিং বা বোলাররা কীভাবে রান খরচ করছেন, সেই বিষয়ে অভিযোগ করছিলেন। আসলে ১৫তম ওভারে জোশ হেজেলউড ২২ রান দেওয়ার পরেই কার্তিক ও কোহলির মধ্যে কথোপকথন শুরু হয়।
൲আরসিবির বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচের ধারাভাষ্য দেওয়ার সময় আকাশ চোপড়া বলেন যে, ‘কোচ দীনেশ কার্তিকের সঙ্গে গম্ভীর চর্চা চলছে। তবে ক্যাপ্টেন রজত পাতিদারের সঙ্গে কোহলিকে আলোচনা করতে হবে। রজত এই দলের ক্যাপ্টেন। দীনেশ কার্তিকের সঙ্গে আলোচনা করতেই পারে, তবে নিজের অসন্তোষ নিয়ে কোহলির পাতিদারের সঙ্গে কথা বলা দরকার।’
♒বীরেন্দ্র সেহওয়াগ বলেন, ‘আমার মনে হয় বিরাট কোহলি হেজেলউডের শেষ ওভারে ২২ রান খরচ করা নিয়ে আলোচনা করছে।’
༒উল্লেখ্য, ১৫তম ওভারে হেজেলউড যখন ২২ রান খরচ করেন, তখন ক্যামেরা তাক করে বিরাট কোহলির হতাশ মুখের দিকে। ফিল্ড প্লেসিং অনুযায়ী বোলিং হচ্ছে না বলে দৃশ্যতই অসন্তুষ্ট ছিলেন বিরাট। তাছাড়া ১৩তম ওভারে লিয়াম লিভিংস্টোন বোলিং আক্রমণে আসার পরেই দিল্লি ক্যাপিটালস ম্যাচে ফেরে। নাহলে ম্যাচের একটা পর্যায়ে দিল্লি ৫৮ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল।
আরসিবি বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচের ফলাফল
𒁃বৃহস্পতিবার চিন্নাস্বামীতে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে আরসিবি। তারা নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৬৩ রান সংগ্রহ করে। পালটা ব্যাট করতে নেমে দিল্লি ক্যাপিটালস ১৭.৫ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৬৯ রান তুলে ম্যাচ জিতে যায়। ১৩ বল বাকি থাকতে ৬ উইকেটে ম্যাচ জেতে দিল্লি। ৭টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ৫৩ বলে অপরাজিত ৯৩ রান করে ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন লোকেশ রাহুল।