মৃত্যুর মাত্র আট ঘণ্টা আগে ফেসবুক𝐆ে প্রোফাইল ফটো বদলেছিলেন। তারপরই সন্ধ্যায় আসে খবরটা। বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হন ফসিলসের প্রাক্তন সদস্য চন্দ্রমৌলি বিশ্বাস। এদিন তাঁর মৃত্যুর পর অনেকে নানা রকম কথা বলছেন সাহায্য করা নিয়ে, কথা বলা নিয়ে। সেটার জবাবে কী বললেন রূপম পত্নী?
আরও পড়ুন: গোলাপ কাণ্ডের জের! মিশমির মান ভাঙাতে ইন্ডিয়ান আইডলের 🎉মঞ্চে সাধের চুল কেটে ফেললেন প্রিয়াংশু?
কী জানালেন রূপসা পত্নী?
চন্দ্রমৌলি বিশ্বাসের মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পর অনেকেই অবসাদ এবং আশেপাশের মানুষের সঙ্গে সেটা নিয়ে কথা বলার কথা বলছেন, লিখছেন। এবার এই বিষয়ে মুখ খুললেন খোদ রূপম পত্নী, রূপসা। রূপসা এদিন তাঁর ফেসবুকের পাতায় দুটো 𒉰স্ক্রিনশট পোস্ট করেন। সেখানেই দেখা যাচ্ছে যে তাঁরা চন্দ্রমৌলিকে সাহায্য করার চেষ্টা করেছেন বলে জানিয়েছেন।
রূপসা দাশ✱গুপ্ত এদিন তাঁর পোস্টে লেখেন, 'আপনারা লিখছেন যে বাবা মা, পরিবার, বন্ধুদের বলুন। তাঁরা যেন সাহﷺায্য করেন। কিন্তু আমার প্রশ্ন, আমরা চেষ্টা করেছিলাম, আমি চেষ্টা করেছিলাম। আমরা ওঁর সঙ্গে কোটা বলেছি, বকেছি, বুঝিয়েছি, বলেছি যে ওঁর প্রফেশনাল হেল্পের দরকার। একটা সময় ও রাজি হয়েছিল, আমি অ্যাপয়েন্টমেন্ট বুক করে দিয়েছি। কিন্তু ও যায়নি।'
তিনি আরও লেখেন, 'ওর রিহ্যাবে যাওয়া দরকার ছিল। সেটা ২০১৮ সালের অক্টোবর। আমরা অপেক্ষা করেছিলাম ওঁর ফেরার। ২০১৯ এর ফেব্রুয়ারি অবধি অপেক্ষা করি। তারপর আমরা পমকে আমাদের সদস্য ঘোষণা করি। ও অবশেষে ২০২৪ সালে রিহ্যাবে য💃ায়। আমাদের যখনই সুইসাইডাল মেসেজ পাঠাতো ওর বাবা মাকে জানাতাম। ২০২৩ সালে নভেম্বরে কিছুদিনের জন্য নিখোঁজ হয়ে যায়। আমরা পুলিশকে জানাই, আমাদের ফ্যান ক্লাবের তরফে খোঁজার চেষ্টা করি। হয়তো আরও অনেক কিছু করা যেত। কিন্তু আর কী করতাম?'
আরও পড়ুন: 'এটা অন্যায়...' মশলা ধোসার আইসক্রিম! কাণ্ড দেখে তাজ্জব নেটপাড়ওা
তিনি এদিন এই স্ক্রিনশট প🧸োস্ট করে লেখেন, 'গত ৪৮ ঘণ্টা ধরে আমরা ভাবছিল যে আমরা আর কি করতে পারতাম। এই অনুভূতিটা একদমই ভালো নয়।'