💎 সইফ আলি খানকে বৃহস্পতিবার ভোররাতে যে ব্যক্তি আক্রমণ করেছিল তাকে সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে। সিঁড়ি দিয়ে মুখ বেঁধে উপর উঠতে তো বটেই, গামছার মুখোশ খুলে নামতেও দেখা গিয়েছে। এবার সেই ফুটেজ প্রকাশ্যে আসার পর তার মতো দেখতে একজনকে মধ্য প্রদেশ থেকে আটক করা হয়েছে।
কী জানা গিয়েছে সইফ আলি খানের কেসের ব্যাপারে?
ꦛমুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের অফিসিয়ালদের তরফে জানানো হয়েছে যে RPF বা রেলওয়ে প্রটেকশন ফোর্সের তরফে মধ্য প্রদেশ থেকে এক ব্যক্তিকে আটক করেছে। জানা গিয়েছে তাঁরা যে ব্যক্তিকে আটক করেছে সেই ব্যক্তিকে সিসিটিভি ফুটেজে দেখতে পাওয়া ব্যক্তির মতোই দেখতে।
💫সইফ আলি খানের বাড়ি থেকে আততায়ীর যে সিসিটিভি ফুটেজ পাওয়া গিয়েছে সেটার সঙ্গে এই ব্যক্তির মিল আছে বলেই তাঁকে আটক করা হয়েছে। কিন্ত এখনও জিজ্ঞাসাবাদ করা হয়নি তাঁকে। ফলে এখনই এটা নিশ্চিত করে বলা যাচ্ছে না যে এই সেই ব্যক্তি কিনা যে সইফ আলি খানের বাড়িতে ঢুকে অভিনেতার উপর আক্রমণ চালিয়েছে।
൲অন্যদিকে এও জানা গিয়েছে ছত্তিশগড়ের দুর্গ থেকে আকাশ কেনোজিয়া নামক এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এই ব্যক্তির বিষয়ে মুম্বইয়ের জুহু থানার অ্যাসিসটেন্ট পুলিশ ইন্সপেক্টরের থেকে পাওয়া গিয়েছে। জানা যায় যে এই সন্দেহভাজন ব্যক্তি নাকি জ্ঞানেশ্বরী এক্সপ্রেস ট্রেন করে যাচ্ছিল। তখনই তাঁর ছবি পাঠানো হয়।
🥀এরপর সেই ব্যক্তিক ট্রেন থেকে নামিয়ে দুর্গ রেলওয়ে প্রটেকশন ফোর্সের পোস্টে আনা হয়। সেখানে মুম্বই পুলিশের তরফে ভিডিয়ো কলে সেই ব্যক্তির সঙ্গে কথা বলা হয়। এদিন মুম্বই পুলিশের একটি টিম রায়পুর পৌঁছবে তার দায়িত্ব নিতে। তবে এটাও জানা গিয়েছে যাকে আটক করা হয়েছে তার সঙ্গে আসল অভিযুক্তের খুব একটা মিল নেই।
কী ঘটেছিল সইফ আলি খানের সঙ্গে?
꧃তদন্তকারী এক সিনিয়র অফিসারের তরফে জানানো হয়েছে সইফ আলি খানের বাড়ির এক পরিচারিকা এলিমা ফিলিপস ওরফে লিমা সেই মুহূর্তে বাড়িতে ছিলেন। তিনিই প্রথম অভিযুক্ত তথা আততায়ীকে দেখতে পান যখন সে ওই ফ্ল্যাটে ঢোকার চেষ্টা করছিল। তিনি তাকে থামানোর চেষ্টা করেন, এবং স্বাভাবিক ভাবেই তাঁর সঙ্গে হাতাহাতি শুরু হয়ে যায় সেই ব্যক্তির। আর ঘটনাচক্রে তিনি হাতে আঘাত পান। তাঁর চিৎকার, চেঁচামেচি শুনেই নাকি তখন সেখানে দৌড়ে আসেন সইফ আলি খান। এরপরই সইফ আলি খানের সঙ্গে সেই ব্যক্তির হাতাহাতি শুরু হয়। সেই ব্যক্তির হাতে ধারাল কিছু অস্ত্র ছিল। সেটা দিয়েই তিনি অভিনেতার উপর আক্রমণ চালান।
কেমন আছেন সইফ?
𝄹শুক্রবার লীলাবতী হাসপাতালের তরফে চিকিৎসকরা জানান, 'আজ ওঁকে হাঁটিয়েছি। ওঁর হাঁটতে কোনও অসুবিধা হয়নি। তেমন ব্যথা বা অন্য কোনও উপসর্গ নেই। তবে আমরা ওঁকে বলেছি যে অন্তত কিছুদিনের জন্য যেন তিনি বিশ্রাম নেন, বিশেষ করে পিঠের ক্ষতর জন্য। কারণ ওটা থেকে নইলে ইনফেকশন হতে পারে। এছাড়া ওঁর বেশি নড়াচড়া করাও নিষেধ করো হয়েছে অন্তত সপ্তাহখানেকের জন্য। কারণ ওঁর শিরদাঁড়ায় আঘাত লেগেছিল, যেখান থেকে একটা ফ্লুইড বেরিয়ে আসছিল। তাই সেটা যাতে আবার না হয়, না ইনফেকশন হয় তাই বেশি নড়াচড়া করতে নিষেধ করা হয়েছে।'