'বহুরূপী' জ্বর এবার বিদেশেও। মুক্তির🐷 পর থেকে বাংলার পাশাꦏপাশি দেশীয় বক্স অফিসেও দারুণ ফল করেছে ‘বহুরূপী’।পরবর্তী সময় বিশ্বের বিভিন্ন প্রান্তে মুক্তি পেয়েছে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা দাসের এই ছবি। সিডনি, ব্রিসবেন, নিউজিল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস,বোস্টন, অ্যারিজোনা, নিউ জার্সিতে আগেই মুক্তি পেয়েছিল ছবিটি। আর এবার ইউরোপের নেদারল্যান্ডসে মুক্তি পাচ্ছে বাংলার 'বহুরূপী'।
আর ছবির মুক্তির আগেই নেদারল্যান্ডস-এর মতো দেশেই অ্যাডভান্স বুকিং-এ হাউসফুল এই ছবি। উইন্ডোজ প্রোডাকশনের তরফেই Hindustan Times Bangla-কে জানানো হয়েছে এই খবর। প্রযোজনা সংস্থার তরফে জানানো হয়েছে ১৮ জানুয়ারি অর্থাৎ শনিবার নেদারল্যন্ডস-এর রাজধানী আমস্টারডমে মুক্তি পাওয়ার কথা ছবিটির। ৩.৩০ থেকে ৬.৩০ পর্যন্ত শো রয়েছে। জানা যাচ্ছে, ইতিমধ্যেই সেই শোটি 🍃হাউসফুল।
গত ৮ অক্টোব🦋র পুজোর ছবি হিসাবে টেক্কা' ও ‘শাস্ত্রী’র সঙ্গে মুক্তি পেয়েছিল 'বহুরূপী'। তবে বক্স অফিস কালেকশনের ক্ষেত্রে বাকি ২ ছবিকে শুরু থেকেই ছাপিয়ে যায় শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের এই ছবি। এমনকি ‘পুষ্পা’র মতো ছবি মুক্তির পরও নিজের ঝোড়ো ব্যাটিং চালিয়ে গিয়েছে 'বহুরূপী'। এম𝕴নকি ক্রিসমাসে 'খাদান' ঝড়ের মাঝেও 'বহুরূপী' সাফল্যের ঘোড়াকে আটকানো যায়নি। এই মুহূর্তে বক্স অফিসে ১০০ দিন কাটিয়ে ফেলেছে ছবিটি। প্রযোজনা সংস্থার তরফে জানানো হচ্ছে ১৩ সপ্তাহে এই ছবির বক্স অফিস কালেকশন ১৭.৯৫ কোটি টাকা।
প্রসঙ্গত, নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পরিচালনায় ‘বহুরূপী’ ছবিতে অভিনয় করেছেন আবির চট্টোপাধ্যায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, কৌশানি মুখোপাধ্যায়, ঋতাভরী চক্রবর্তী সহ অন্যান্যরা। ছবিতে বাস্তব ঘ🙈টনা অবলম্বনেই ব্যাঙ্ক ডাকাতির গল্প উঠে এসেছে। এর আগে ছবির সাফল্য নিয়ে শিবপ্রসাদ মুখোপাধ্যায় জানিয়েছিলেন, 'এটা হয়েছে শুধুমাত্র ছবির গল্প মানুষের মন ছুঁয়ে গিয়েছে বলেই। সবার মুখে মুখে ছবিটির কথা ঘুরছে, সেটাই ভীষণ ভাবে কাজে দিয়েছে। সব বয়সের মানুষরাই বহুরূপী দেখছেন।'
এমনকি ‘বহুরূপী’র সাফল্যে অভিনন্দন জানিয়েও প্রতিবেশী দেশ বাংলাদেশের তরফে বিশেষ স্মারক পাঠানো হয়🎐েছিল। এই সম্মাননার বিষয়টিও ফেসবুকের পাতায় নিজেই ভাগ করে নিয়েছিলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়।