বিয়ের সকালেই সাপ ঢুকল বাড়িতে! বাড়ি ভর্তি লোকজন। ৬০ বছর বয়সে দাঁড়িয়ে বিয়ের সানাই বাজল দিলীপের ঘোষের বাড়িতে। বিয়ের পিঁড়িতে বিজেপির ‘দাবাং’ নেতা দিলীপ ঘোষ। এমন সময় মস্ত বড় সাপের দেখা পেয়ে হট্টগোল পড়ে যায় বাড়িতে। শুরু হয় ছুটোছুটি।💧 যদিও বিয়ের আসরে এই সাপ আসা নিয়ে এক ইঙ্গিত দেয় শাস্ত্র। সেটা কি জানেন?
অনেকেই যদিও লেন শুভ অনুষ্ঠানে সাপ মানেই আরও শুভ। কিন্তু সাপ তো আবার বিপদের লক্ষণ। বিয়ের আসরে সাপ দেখাটা সౠাধারণত অশুভ বলেই মনে করেন বেশিরভাগই। তা জ্যোতিষীরা কি মনে করেন?
সংবাদ প্রতিদিন'র প্রতিবেদন অনুযায়ী জানা গিয়েছে, জ্যোতিষ মতে শাস্ত্রে এর কোনও ব্যাখ্যা নেই। আজকের জ্যোতিষ শাস্ত্র আরও আধুনিক। বর্ষাকালে ঝোপ-ঝাড় থাকলে যে কোনও জ🍨ায়গায় সাপ আসে, এটাই স্বাভাবিক। এর সঙ্গে ভালো বা খারাপ সেভাবে যোগ করা যায় না। সাপের উপস🌌্থিতির সঙ্গে ভাগ্য পরিবর্তনের কোনও সংযোগ নেই। শুভ-অশুভ বা উন্নতি কিংবা অবনতিতে সাপের কোনও ভূমিকা নেই।
খবর অনুযায়ী, শুক্রবার কলকাতায় নিজেরই বাসভবনে এক সাদামাটা অনুষ্ঠানে বিয়ে করবেন দিলীপ ঘোষ। রিঙ্কু মজুমদার তাঁর জীবনসঙ্গী। তিনি বিজেপিরই একজন সদস্য। মজার ব্যাপার হল, এই বিয়ে দিলীপ ঘোষের ব্যক্তিগত জীবনে এক বিরাট পরিবর্তন এনেছে। কারণ তিনি এখনও পর্যন্ত অবিবাহিতই ছিলেন। ব্রত ভেঙে সংসার জীবনে পা দিচ্ছেন এই প্রথম। জানা গিয়েছে, রিঙ্কুই﷽ প্রথমে বিয়ের প্রস্তাব দেন। নিকটাত্মীয় এবং বন্ধুবান্ধবরা উপস্থিত থাকবেন বিয়েতে। বর্তমানে কোনও ধরণের বৃহৎ অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়নি বলেই জানা গিয়েছে।