Optical Illusion Test: অপটিক্যাল ইলিউশন কখনও কখনও যেমন মস্তিষ্কের পরীক্ষা, কখনও তেমনই চোখের পরীক্ষা। ꦉআদতে এই বিশেষ ইলিউশন আমাদের পর্যবেক্ষণ ক্ষমতা পরখ করে দেখে। কোন জিনিস কে কত ভালো পর্যবেক্ষণ করতে পারে, সেই পরীক্ষার নামই অপটিক্যাল ইলিউশন। অনেক সময় কোনও একটি ছবি থেকে একটি ছোট জিনিস খুঁজে বার করতে বলা হয় অপটিক্যাল ইলিউশনে। কিন্তু এবারꦗের অপটিক্যাল ইলিউশন একটু অন্যরকম। এখানে দুটো একইরকম দেখতে ছবির মধ্যে তফাত খুঁজে বার করতে হবে। উপরে দেওয়া ছবিটির মধ্যে মোট তিনটি তফাত রয়েছে। দেখুন তো সেগুলি খুঁজে পেলেন কি না। সময় সব মিলিয়ে ১০ সেকেন্ড।
যদি ১০ সেকেন্ডে খুঁজে পান
যদি ১০ সেকেন্ডে খুঁজে পেয়ে যান ৩টি তফাত, তাহলে আপনার আইকিউ মোটেই সাধারণ নয়। ভাইরাল অপটিক্যাল ইলিউশন বলছে♎, যারা এটি ১০ সেকেন্ডের মধ্যে খুঁজে পেয়ে যাবেন তাদের আইকিউ ১০০-র উপরে। যাদের একটু সময় লাগবে, তাদেরও আইকি♒উ প্রায় ৯০-এর কাছাকাছি। উত্তরটি রইল সবশেষে।
অপটিক্যাল ইলিউশনের ভালোমন্দ
১. অপটিক্যাল ইলিউশন ডিজিটাল স্ক্রিনে সময় কাটানোর জন্য বেশ ভালো একটি বিকল্প। এতে যেমন চো꧒খের পরীক্ষা হয়, তেমনই মাথার পরীক্ষাও হয়।
২. অনেকেই পার্সোনালিটি অ্যাসেসমেন্ট করাতে চান। কিꦿন্তু তাতে বহু প্রশ্নের উত্তর দিতে হয়। কিন্তু অপটিক্যাল ইলিউশন খুব সহজেই একটি বা দুটি ছবির মাধ্যমে সেই কাজ করে ফেলতে পারে।
৩. তবে অপটিক্যাল ইলিউশন সবসময় যে বিশ্বাসযোগ্য তাও কিন্তু নয়। এখানে দেওয়া তথ্য সর🐟্বসাধারণের জন্য, ব্যক্তি বিশেষে এই তথ্য কখনও কখনও পাল্টে যেতে পারে।
আরও পড়ুন - Optical 🅰Illusion: 999-এর মধ্যেই লুকি🔯য়ে একটিমাত্র 666! খুঁজে পেলেন? সময় কিন্তু মাত্র ৫ সেকেন্ড
দেখে নিন উত্তর
নিচের ছবিতে দাগিয়ে দেওয়া হল উত্তর। লোকটির জামার ভাজ দ্বিতীয় ছবিতে ছিল না। এটি প্রথম গরমিল। দ্বিতীয় গরমিল টেবিলের কোনও ছায়ꦇা দেখা যাচ্ছে না। তৃতীয় গরমিল ঘড়ির ক𝔍াঁটার ভুল।
