﷽ দিল্লি বিধানসভা নির্বাচনের ঠিক আগে দেশের রাজধানী শহরে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বাড়বাড়ন্ত নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক বিবাদ। সেই প্রেক্ষাপটেই এবার আম আদমি পার্টি (আপ)-এর প্রধান নেতা তথা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে 'পত্রবোমা' পাঠালেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো।
কেন এই চিঠি?
🐲বিজেপি সাংসদের অভিযোগ, দিল্লির বর্তমান শাসকদল আম আদমি পার্টির সদস্যরা রাজধানীতে বসবাসকারী বাঙালিদের চূড়ান্ত অপমান করেছেন। তাঁরা দিল্লির বাঙালিদের সঙ্গে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের তুলনা করছেন! যা একেবারেই গ্রহণযোগ্য নয়।
♒জ্যোতির্ময় তাঁর চিঠিতে লিখেছেন, বেআইনিভাবে বাংলাদেশ থেকে ভারতীয় ভূখণ্ড ঢুকে পড়া এই বাংলাদেশিরা মূলত ইসলাম ধর্মাবলম্বী। তাঁদেরকে কখনই ভারতীয় বাঙালিদের সঙ্গে গুলিয়ে ফেললে চলবে না।
𒉰বিজেপি সাংসদের অভিযোগ, আম আদমি পার্টির সদস্যরা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সঙ্গে তুলনা টেনে দিল্লি তথা সারা দেশে বসবাসকারী বাঙালিদের অপমান করেছেন। এবং পুরোটাই রাজনৈতিক কারণে করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি।
ভারতীয় সংস্কৃতিতে বাঙালির অবদান:
🐬নিজের চিঠিতে বাঙালি জাতির গৌরবময় ইতিহাস তুলে ধরেছেন লোকসভার এই বাঙালি সদস্য। তিনি মনে করিয়ে দিয়েছেন, আজও দিল্লি তথা গোটা দেশের সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক ক্ষেত্রে বাঙালির অবদান অনস্বীকার্য। এমনকী, ভারতের স্বাধীনতা আন্দোলনেও বাঙালি সমাজ যে অগ্রণী ভূমিকা পালন করেছিল, তাও স্মরণ করিয়ে দিতে ভোলেনি জ্যোতির্ময়।
আপ-তৃণমূল জোট ও ভোট রাজনীতি:
💞অরবিন্দ কেজরিওয়ালকে পাঠানো এই চিঠিতে INDIA-এর অন্যতম শরিক তথা পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ উল্লেখ করতেও ভোলেনি পুরুলিয়ার বিজেপি সাংসদ।
🍃তাঁর অভিযোগ, আপ হোক কিংবা তৃণমূল কংগ্রেস - দুই INDIA শরিকই আদতে নিজেদের ভোটব্যাঙ্কের রাজনীতির স্বার্থে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ব্যবহার করছে!
𓃲তাঁর অভিযোগ, এইসব দলগুলি মূলত মুসলিম ভোটব্যাঙ্ক অটুট রাখতে বাংলাদেশি অনুপ্রবেশে মদত দিয়ে চলেছে। এমনকী, মুসলিম ভোটব্যাঙ্ক অক্ষুণ্ণ রাখতে আপ সদস্যরা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের মুসলমান হিসাবে তুলে না ধরে বাঙালি হিসাবে তুলে ধরার অপচেষ্টা করছেন বলেও অভিযোগ করেছেন জ্যোতির্ময়।
ক্ষমাপ্রার্থনা ও স্বচ্ছতার দাবি:
🔥সবশেষে জ্যোতির্ময় জানিয়েছেন, বাঙালি হিসাবে তিনি এই ঘটনায় ব্যথিত। তাই, এই ইস্যুতে আপ সদস্যদের ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন তিনি। একইসঙ্গে, বাংলাদেশি অনুপ্রবেশকারী ও ভারতীয় বাঙালি ইস্যুতে দিল্লির বর্তমান শাসকদলকে তাদের অবস্থানও স্পষ্ট করতে বলেছেন তিনি।