ক্ষমতায় এসেই কোয়াডের সঙ্গে সুর মিলিয়ে চিনকে কড়া বার্তা দিল ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। সরাসরি চিনের নাম না করা হলেও ভারত, জাপান, আমেরিকা এবং অস্ট্রেলিয়ার চতুর্দেশীয় অক্ষ বা কোয়াডের বিদেশমন্ত্রীরা যৌথ বিবৃতিতে বেজিংকে স্পষ্ট বার্তা দিয়েছেন যে শক্তিপ্রয়োগ করে বা জোরজবরদস্তি করে ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে একতরফা কোনও স্বাভাবিক অবস্থার বিঘ্ন ঘটনার চেষ্টা করা হলে সেটা কোনওভাবেই বরদাস্ত করা হবে না। আলাদাভাবে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকরও জানিয়েছেন, কোয়াডের বৈঠক থেকে স্পষ্ট বার্তা দেওয়া💞 হল যে এই অনিশ্চিত দুনিয়ায় বিশ্বের ভালোর জন্য কাজ করবে কোয়াড।
ট্রাম্প জমানার শুরুতেই কোয়াডের বৈঠক, ব্যাপারটা স্পষ্ট, বললেন জয়শংকর
ওয়াশিংটনে প্রায় ঘণ্টাখানেকের বৈঠকের পরে ভারতের বিদেশমন্ত্রী বলেন, 'ট্রাম্প প্রশাসনের শপথগ্রহণ অনুষ্ঠানের কয়েক ঘণ্টার মধ্যেই কোয়াডের বিদেশমন্ত্রী পর্যায়ের যে বৈঠক হল, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা থেকেই প্রমাণিত হচ্ছে যে বন্ধু রাষ্ট্রগুলির ক্ষেত্রে (আমেরিকার) বৈদেশিক নীতি কতটা অগ্রাধিকার পায়। ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল যাতে মুক্ত, স্থিতিশীল এবং সমৃদ্ধশালী থাকে, তা নি🤪শ্চিতꦅ করার জন্য আমরা বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছি।'
আরও পড়ুন: Vivek Ramaswamy: ট্রাম্পের DOGE-তে চাকরি করবেন নাꦛ বিবেক রামস্বামী, হলটা কী!
স্পষ্ট বার্তা জয়শংকরের
সেইসঙ্গে ভারতের বিদেশমন্ত্রী বলেন, ‘আরও বৃহাদাকারে ভাবনাচিন্ত🧔া করা, নিজেদের পদক্ষেপকে আরও দৃঢ় করা এবং আমাদ🍰ের সমন্বয় আরও মজবুত করার বিষয়ে একমত হয়েছি (আমরা)। আজ যে বৈঠক হল, সেটা থেকে স্পষ্ট বার্তা গেল যে এই অনিশ্চিত এবং অস্থির দুনিয়ায় কোয়াড বিশ্বের ভালোর জন্য একটি শক্তি হয়ে থাকবে।’
আরও পড়ুন: America: জন্মসূত্রে নাগরিকত্বে 'না', আমেরিকায় বসবাসকারী ভারতীয়দের ওপর কী প্রভাব পড💎়বে?
মার্কিন বিদেশ সচিবের প্রথম বহুপাক্ষিক বৈঠক হল কোয়াড
আর জয়শংকর যে বিষয়টার উপরে জোর দিয়েছেন, সেটা একেবারেই ঠিক বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ দায়িত্বভার গ্রহণ করেই কোয়াডের বৈঠকে বসেন আমেরিকার নয়া বিদেশ সচিব মার্কো রুবিও। তাঁদের মতে, ট্রাম্পের আমলে মার্কিন বিদেশ সচিবের প্রথম বহুপাক্ষিক বৈঠকে ভারতের বিদেশমন্ত্রী জয়শংকর, জাপানের বিদেশমন্ত্রী তাকেশি ইওয়ায়া এবং অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওয়াঙের সঙ্গে যে আলোচনা হল, তাꦇতে চিনকে স্পষ্ট বার্তা দেওয়া গেল যে বেজিংয়ের আগ্রাসন রুখতে তৈরি আছে কোয়াড।&nb𝄹sp;
আরও পড়ুন: Donald Tru🔥mp-Elon Musk: মঙ্গꦕলে মহাকাশচারী পাঠাব…ট্রাম্প বলতেই আনন্দে ডগমগ এলন মাস্ক
সংশ্লিষ্ট মহলের বক্তব্য, ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চিনের বাড়বাড়ন্ত, আগ্রাসন রুখতে গঠিত কোয়াডের উপর আমেরিকা যে আগের সরকারের মতোই জোর দেবে, সেই বার্তাটা দেওয়া হল। কোয়াডের বিদেশমন্ত্রীদের যৌথ বিবৃতিতেও সেই বিষয়টা উঠে এসেছে। ওই বিবৃতিতে বলা হয়েছে, ‘আগামিদিনে কোয়াডের কাজকর্ম🎉কে আরও এগিয়ে নিয়ে যেতে আমরা মুখিয়ে আছি। ভারত যে পরবর্তী কোয়াড নেতাদের সম্মেলেনের আয়োজন করবে (২০২৫ সালেই হবে), সেটার জ🍬ন্য প্রস্তুতি নেওয়ার মধ্যেই আমরা নিয়মিত আলোচনা চালিয়ে যাব।’