💎 সকালের দিকে অনেকেই ফাঁকা রাস্তায় ‘মর্নিং ওয়াক’ করে থাকেন। এছাড়াও দুপুর কিম্বা রাতেও অনেক সময় পাড়ার চেনা রাস্তা থাকে শুনশান। এমনই এক শুনসান রাস্তায় এক বর্ষীয়ান মহিলা ভয়াবহভাবে কুকুরের হামলার শিকার হলেন। গোটা ঘটনা ক্যামেরা বন্দিও হয়েছে। কুকুরের হামলার শিকার ওই মহিলার দেহে রয়েছে ২৫ টি কামড়ের ক্ষত। ঘটনা পঞ্জাবের জলন্ধরের।
𝐆রিপোর্ট বলছে, পঞ্জাবের জলন্ধরে আর চার পাঁচটা দিনের মতোই ওই মহিলা বেরিয়েছিলেন সকালে। জানা যাচ্ছে, তিনি গুরুদোয়ারাতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার সময় রাস্তা চলতি কুকুরদের হানার শিকার হন ওই মহিলা। ভিডিয়োতে দেখা যায়, তিনি রাস্তা দিয়ে যাওয়ার সময়, ৭ থেকে ৮ টি কুকুর তাঁকে ঘিরে এগিয়ে আসে। এদিকে রাস্তা তখন শুনসান। কেউ নেই কোনও দিকে। এমন সময়ই কুকুরগুলি তাঁকে নাছোড়ভাবে ঘিরে ধরে। তিনি তাঁদের সরিয়ে দিতে চাইলেও তা করতে পারেননি। যতই কুকুরদের সরিয়ে দিতে যান, ততই কুুকুররা আরও ঘিরে ধরে তাঁকে। তারপর একটা সময় মহিলা এই হামলার মুখে রাস্তায় পড়ে যান। তাতেও তাঁকে ছাড়েনি কুকুরের দল। রাস্তায় পড়ে যাওয়া মহিলাকে হিঁচড়ে, টেনে নিয়ে যায় কুকুররা। ষাটোর্ধ্ব ওই মহিলা তখন অসহায়। রাস্তায় পড়ে থাকেন তিনি। চলতে থাকে কুুকুরদের কামড়, অত্যাচার। এরই মাঝে এক ব্যক্তি সেখানে আসেন। তিনি এসে ওই মহিলাকে উদ্ধার করেন কুকুরদের হাত থেকে।
🌳জানা গিয়েছে, এই ঘটনা গত ১৫ ডিসেম্বরের। সেই সময়ের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। গোটা ঘটনা সিসিটিভি ফুটেজে ধরা পড়ে। শুধু যে কুকুরের ২৫ টি কামড় ওই বর্ষীয়ান মহিলার শরীর জুড়ে রয়েছে, তা নয়। তাঁর মাথাতেও লেগেছে আঘাত। ঘটনার পরই তাঁকে শহরের সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মহিলার স্বামী জানিয়েছেন, তিনি সেদিন অন্যান্য দিনের মতোই মর্নিং ওয়াকে যাচ্ছিলেন। সেই সময়ই এই বিপত্তি ঘটে।