ঘরোয়া ক্রিকেট খেলায় এতদিন অনেক ক্রিকেটারেরই অনীহা ছিল। প্রতিষ্ঠানের উর্ধ্বেই নিজেদের ভাবতেন কেউ কেউ,যা সচিন তেন্ডুকরও কখনও ভাবেননি। তাঁদের উদ্দেশ্যেই বোর্ডের দাওয়াই, বিসিসিআইয়ের জারি করা নির্দেশিকা যদি কেউ অমান্য করেন সেক্ষেত্রে শুধু আইপিএলে নির্বাসনই নয়, ম্যাচ ফিও কাটা যেতে পারে ক্রিকেটারদের।