Updated: 20 Jan 2025, 08:51 PM IST
Laxmishree Banerjee
ভারতের সংবিধান গ্রহণের দিন ২৬ জানুয়ারি, প্রজাতন্ত্র দিবস হিসাবেও পালিত হয়। সারা দেশ ডুবে যায় দেশভক্তিতে। মহড়া দেয় বিভিন্ন রাজ্য। কর্তব্য পথে নজর কাড়ে নয়া দিল্লি। ইতিমধ্যেই প্রজাতন্ত্র দিবসের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। ২০ জানুয়ারি, নয়া দিল্লির কর্তব্য পথে ৭৬ তম প্রজাতন্ত্র দিবস প্যারেডের জন্য প্রতিরক্ষা কর্মীদের মহড়া ছিল দেখার মত। চলমান এই মহড়ায় নজর কেড়েছে এমআই-১৭ ভি-ফাইভ হেলিকপ্টার, অল টেরেন ভেহিকল, পিনাকা মাল্টি-ব্যারেল রকেট লঞ্চার সিস্টেম সহ অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টারগুলিও। একইভাবে চেন্নাই, উদয়পুরেও ৭৬তম প্রজাতন্ত্র দিবসের জন্য প্যারেড মহড়া দেওয়া হয়েছে।