গত ফেব্রুয়ারিতে প্রয়াত হয়েছিলেন নদিয়ার কালীগঞ্জ বিধানসভার তৃণমূল বিধায়ক নাসির উদ্দিন আহমেদ ওরফে লাল। তাঁর মৃত্যুর পরে এই আসনটি বিধায়ক শূন্য রয়েছে। এই অবস্থায় সেখানে উপনির্বাচন প্রয়োজন হয়ে পড়েছে। তার জন্য প্রস্তুতিও শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন। তবে রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে দৃষ্টি আকর্ষণ করে সেই উপনির্বাচন স্থগিত রাখার আবেদন জানাল বিজেপি। (আরও পড়ুন: ভারতের বিরুদ্ধে🌊 'প্﷽রতিশোধ' নিতে গিয়ে নিজেদের পায়ে কুড়ুল মারল বাংলাদেশ?)
আরও পড়ুন: কালীগঞ্জের তৃণমূল কꦿংগ্রেস বিধায়ক প্রয়াত, পলাশি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ
রানাঘাটের বিজেপি সংসদ জগন্নাথ সরকার এ বিষয়ে রাজ্য নির্বাচন কমিশনের কাছে চিঠি দিয়ে উপভোট স্থগিত রাখার আবেদন জানিয়েছেন। এক্স পোস্টে নির্বাচন কমিশনের কাছে লেখা চিঠি শেয়ার করে তিনি লিখেছেন, ‘পশ্চিমবঙ্গের রাজনৈতিক ও প্রশাসনিক অস্থিরতা পরিস্থিতিকে সামনে রেখে, আমি রাজ্য নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে একটি লিখিত আবেদন পত্র জমা দিয়েছি। তাতে কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচন স্থগিত রাখার আবেদন জানিয়েছি। আগামী ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের সঙ্গে একযোগে কালীগঞ্জের উপনির্বাচনের আয়োজনের অনুরোধ জানিয়েছি।’ (আরও পড়ুন: সৌরভকে নবান্ন অভিযানে আম🌟ন্ত্রণ জানাতে গিয়ে থানায় যেতে হল চাকরিহারা শিক্ষকদের)
আরও পড়ুন: লা𒉰গাতার ঝড়বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা, বৈশাখের শুরুতে কেমন থাকবে আবহাওয়া?
চিঠিতে সাংসদ আশঙ্কা প্রকাশ করে দাবি করেছেন, রাজ্যের বর্তমান পরিস্থিতিতে কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে আলাদাভাবে উপনির্বাচন অনুষ্ঠিত হলে তাতে শুধু অপ্রয়োজনীয় ব্যয়ই হবে না, এই অঞ্চলে রাজনৈতিক অস্থিরতা এবং উত্তেজনাও সৃষ্টি করতে পারে। রাজ্য সরকারকে নিশানা করে রাজ্যের বর্তমান পরিস্থিতির কথা উল্লেখ করে সাংসদ আরও লিখেছেন, বর্তমানে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি প্রশ্নবিদ্ধ এবং প্রশাসনিক অদক্ষতার কারণে জনসাধারণের মধ্যে নিরাপত্তাহীনতার বোধ বাড়ছে। ফলে এমন পরিস্থিতিতে উপ-নির্বাচন আয়োজন নির্বাচনী প্রক্রিয়ার সুষ্ঠুতা ও অখণ্ডতা বিঘ্নিত করতে পারে। তাই ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের সঙ্গে একযোগে সেখানে নির্বাচনের আর্জি জানিয়েছেন সাংসদ। (আরও পড়ুন: আপাতত উঠছে না ১৬৩ ধারা꧅, এখ🎉নও মুর্শিদাবাদের কোথায় বন্ধ ইন্টারনেট?)
আরও পড়ুন: ছত্তিশগড়ে খতম ২ ‘দামী’ মাওবাদী, ঝাড়খণ্ডে🌄 ধ্বংস ১১ বাঙ্কার, ৭টি IED
সাংসদের মতে, এটি শুধুমাত্র জনসম্পদের ভালো ব্যবহার নিশ্চিত করবে না বরং নির্বাচনী প্রক্রিয়া চলাকালীন শান্তি ও নিরপেক্ষতা বজায় রাখতেও সাহায্য করবে। জগন্নাথের অভিযোগ, পশ্চিমবঙ্গে উপনির্বাচনে প্রশাসনের মদতে তৃণমূল দুষ্কৃতীরা ভোট লুট করতে পারে। এরফলে সাধারণ মানুষ ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত হবেন। (আরও পড়ুন: ওয়াকফ হিংসার জেরে ঘরছাড়াদের অধিকাংশ 🍷এখনও মালদা-ঝাড়🥃খণ্ডে, কেমন আছে মুর্শিদাবাদ?)
উল্লেখ্য, লাল ২০১১ সালে প্রথম বার এই কেন্দ্রে তৃণমূলের বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলেন। তিনি পেশায় একজন আইনজীবীও ছিলেন। তবে ২০১৬ সালে কংগ্রেস-সিপিএম জোটের প্রার্থী শেখ হাসানুজ্জামানের কাছে তিনি পরাজিত হয়েছিলেন। পরে হাসানুজ্জামান তৃণমূলে যোগ দেন। ২০২১ সালে আবার কালীগঞ্জ থেকে বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলেন নাসিরুদ্দিন। গত ২ ফেব্রুয়ারি আচমকা হ🍸ৃদরোগে আক্রান্ত হয়ে তিনি প্রয়াত হন।