বিগত বেশ কয়েকদিন ধরেই সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে বিবাদ দেখা দিয়েছে বিএসএফ এবং বিজিবির মধ্যে। বাংলাদেশের অভিযোগ, অনেক ক্ষেত্রেই আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে কাঁটাতার দেওয়ার চেষ্টা করেছে ভারত। এরই মাঝে আবার বিজিবির সঙ্গে বিএসএফের উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে ভারতীয় গ্রামবাসীরা পাশেই দাঁড়িয়েছে বিএসএফের। তবে এবার বালুরঘাটের অমৃতখণ্ড পঞ্চায়েতের ভুলকিপুর সীমান্তে কাঁটাতারে বাধা হয়ে দাঁড়ালেন এপারের গ্রামবাসীরাই। এই আবহে ঘটনাস্থলে যান বালুরঘাট থানার পুলিশ আধিকারিকেরা। সেখানে যান বালুরঘাটের বিজেপি বিধায়ক অশোককুমার লাহিড়ী। (আরও পড়ুন: ꧂নব নালন্দা স্কুলে দুর্ঘটনায় আহত একাধিক পড়ুয়া, একজনের মাথায় পড়ল ৪০টা সেলাই)
আরও পড়ুন: 🌼চুপি চুপি থাকত… কারও সাথে তেমন কথা বলত না! সোনারপুর থেকে গ্রেফতার ৫ বাংলাদেশি
জানা গিয়েছে, ভুলকিপুর সীমান্তে আদিবাসী পাড়ায় কাঁটাতার নেই। এদিকে আন্তর্জাতিক সীমান্ত আইন মেনে কাঁটাতার দিতে হলে জিরো পয়েন্টের থেকে ১৫০ মিটার এলাকা ছেড়ে বেড়া দিতে হবে। এই আবহে বিএসএফ ভুলকিপুর এলাকায় বেড়া দেওয়ার কাজ শুরু করেছিল। তবে দেখা যায়, বাদ পড়া ১৫০ মিটার এলাকায় ভুলকিপুরের আদিবাসী পাড়ার বেশ কিছুটা জায়গা পড়ছে। এই আবহে কাঁটাতারে বাধা দেয় গ্রামবাসীরা। এহেন পরিস্থিতিতে বালুরঘাটের বিধায়ক বলেন, 'এই নিয়ে কমান্ড্যান্টের সঙ্গে কথা বলেছি, বিজিবির সঙ্গে আলোচনায় সমাধান হয়ে যাবে। রাজ্য সরকারের কাছে জমি দিতে অনুরোধ করব।' (আরও পড়ুন: ౠকেরলে ৬ বছর ধরে ৬০ জন ধর্ষণ করেছিল নাবালিকা ক্রীড়াবিদকে! পুলিশের জালে ২৮)
এর আগে সম্প্রতি দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ব্লকের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের শিবরামপুরে বিএসএফ-কে কাঁটাতার দিতে বাধা দেয় বর্ডার গার্ড বাংলাদেশ। উল্লেখ্য, শিবরামপুর এলাকায় কয়েক’শ মিটার উন্মুক্ত। সেখানে সীমান্তের পাশেই একটি ভারতীয় গ্রাম রয়েছে। সেখানও কোনও কাঁটাতার নেই। এই আবহে উন্মুক্ত সীমান্ত এবং সেই গ্রামের আশেপাশে কাঁটাতার দেওয়ার জন্য উদ্যোগ নেয় বিএসএফ। তবে সেই কাজ শুরু হতেই বন্ধ করেছিল বিজিবি। (আরও পড়ুন: ♒দিল্লি নিবাসী হাসিনা কন্যার বিরুদ্ধেও মামলা বাংলাদেশে, কী অভিযোগ পুতুলের নামে?)
♍এদিকে বিগত বেশ কয়েকদিন ধরেই সীমান্তের বিভিন্ন জায়গায় ভারত নিজেদের জমিতে কাঁটাতারের বেড়া দিতে গেলেও বর্ডার গার্ড বাংলাদেশের বাধার মুখে পড়েছে। এই আবহে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মহম্মদ জাহাঙ্গির আলম চৌধুরী এবার হুঁশিয়ারি দেন, ভারত কাঁটাতারের বেড়া দিতে গেলে বাধা দেওয়া হবে। তাঁর বক্তব্য, ভারতের সঙ্গে সীমান্ত নিয়ে চারটি সমঝোতা স্মারক সই করেছিল বাংলাদেশ। সেই মতো নাতি নো ম্যানস ল্যান্ডের থেকে ১৫০ মিটার ভিতরেই কাঁটাতারের বেড়া দেওয়া যায়। আবার এরপরই জাহাঙ্গির আলম দাবি করেন, আওয়ামি লিগ জমানার সীমান্ত চুক্তি বাতিল করা হবে। এদিকে সীমান্তে কাঁটাতার দেওয়া নিয়ে বাংলাদেশের হাইকমিশনার প্রণয় ভর্মাকে তলব করে বাংলাদশের বিদেশ মন্ত্রক।