শেখ হাসিনার বিরুদ্ধে ইতিমধ্যেই একাধিক মামলা হয়েছে বাংলাদেশে। এবার তাঁর মেয়ে পুতুলের বিরুদ্ধেও মামলা হল পড়শি দেশে। রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশে পূর্বাচলে জমি বরাদ্দে কারচুপির অভিযোগে মামলা হয়েছে পুতুলের নামে। এই মামলায় শেখ হাসিনা সহ আরও ১৫ জনও অভিযুক্ত। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন এই মামলা দায়ের করেছে। পুতুলের বিরুদ্ধে অভিযোগ, শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন মায়ের ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচলে জমি বরাদ্দ পান পুতুল। দাবি করা হয়েছে, পূর্বাচলে মোট ৬০ কাঠার ৬টি প্লট বরাদ্দ নিয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর স্বজনরা। (আরও পড়ুন: ফের পারদ নামবে দক্ষিণবঙ্গে, কলকꦆাতায় রাতে কেমন ঠ🥃ান্ডা পড়বে আগামী ক'দিন?)
আরও পড়ুন: 🅰মহাকুম্ভের ক্যাম্পে স্টিভ জোবসের স্ত্রী লরেন, সঙ্গমে পূণ্যস্নান করবেন ১৪ তারিখ
উল্লেখ্য, সাইমা ওয়াজেদ পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের দায়িত্বে আছেন। এই পদে ভোটাভুটির সময় হাসিনা কন্যার পক্ষেই ভোট দিয়েছিল ভারত। এদিকে এই পদে থাকার সুবাদে দিল্লিতে বসবাস করেন পুতুল। ২০২৪ সালের ১ ফেব্রুয়ারি থেকে তিনি দিল্লিতে আছেন এই পদে। আগামী ২০২৯ সাল পর্যন্ত তিনি এই পদে থাকবেন। তবে হাসিনার পতনে ইউনুসের সরকার গঠন হওয়ার পরে ঢাকা জানিয়ে দেয়, এবার থেকে আর আঞ্চলিক পরিচালকের মাধ্যমে নয়, যেকোনও বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু-এর সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করতে চায় তারা। এই মর্মে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে চিঠি পাঠানো হয়। (আরও পড়ুন: কুলতলিতে বন্দি বাঘ, দি🎉নভর আতঙ্ক বাড়িয়ে গভীর রাতে ধরা দিল রয়্যাল বেঙ্গল)
আরও পড়ুন: মহাকুম্ভের পুণ্যার্🍸থী বহনকারী ট্রেনে ছোড়া হল প💎াথর, আতঙ্কিত যাত্রীরা: ভিডিয়ো
আরও পড়ুন: লস অ্যাঞ্জেলেসের 🐽দাবানলে মৃতের সংখ্যা বেড়েই চলেছে, বিভীষিকায় ভারাক্রান্ত বাতাস
এদিকে সম্প্রতি বাংলাদেশ সকারের তরফ থেকে জানানো হয়, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল করা হয়। আর এরই মাঝে রিপোর্টে দাবি করা হয়, সম্প্রতি নাকি ভারতে থাকার জন্যে শেখ হাসিনার ভিসার মেয়াদ বৃদ্ধি করেছে ভারত সরকার। আবার আনন্দবাজার পত্রিকা দাবি করেছে, শেখ হাসিনার রেসিডেন্ট পারমিটের মেয়াদ বাড়ান হয়েছে। এদিকে এরই মাঝে হাসিনাকে সরকারি ভাবে ভারতে 'রাজনৈতিক আশ্রয়' দেওয়া হবে না বলে জানা গিয়েছে। কারণ এই সংক্রান্ত কোনও নির্দিষ্ট আইন নেই ভারতে। তবে হাসিনার ভিসার মেয়াদ বৃদ্ধি করে বৈধ ভাবে তাঁকে ভারতে থাকতে দিতে সম্মত মোদী সরকার। জানা গিয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক নাকি ভিসার মেয়াদ বৃদ্ধিতে সবুজ সংকেত দেয়। এরপরই স্থানীয় ফরেন রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসের মাধ্যমে হাসিনার ভিসার মেয়াদ বৃদ্ধি করা হয়েছিল। (আরও পড়ুন: চট্টগ্রামে ৩ দিন ধরে নিখোঁজ হিন্দু ব্যবসায়ী, আতঙ্কিত পরিবার, তদন্তে ﷽পুলিশ)
আরও পড়ুন: জেলে বসে এ𝄹কবছরে আয় ২২৪১০ কোটি, নির্মলাকে চিঠি সুকেশের, আয়কর বাবদ দিলে চাইলেন...
আরও পড়ুন: 'অনন্তকাল…', '৯০ ঘণ্টা কাজ'🏅 বিত🉐র্কে এবার চাঁচাছোলা মন্তব্য সঞ্জীব গোয়েঙ্কার
অপরদিকে সম্প্রতি গুম-খুনের মামলায় মুজিবকন্যার বিরুদ্ধে জারি করা হয় গ্রেফতারি পরোয়ানা। রিপোর্ট অনুযায়ী, প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরই মধ্যে আবার জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের সভাপতি মেজর জেনারেল ফজলুর রহমান বলেছিলেন, ভারত যদি শেখ হাসিনাকে না পাঠায়, তাহলে অনুমতি সাপেক্ষে ভারতে গিয়ে তাঁকে জেরা করত🌊েও রাজি কমিশন। উল্লেখ্য, শুধুমাত্র এ🍰ক 'নোট ভার্বাল' দিয়ে দিল্লি কাছ থেকে শেখ হাসিনাকে ফেরত চেয়েছিল ঢাকা। তবে এই দাবির পরিপ্রেক্ষিতে সব আনুষ্ঠানিকতা নাকি সম্পন্ন করেনি বাংলাদেশ সরকার।