শাসকদলের মদতেই কলকাতার উত্তর শহরতলির বাঘাযতীনের বিদ্যাসাগর কলোনিতে গড়ে উঠেছিল বেআইনি বহুতল শুভ অ্যাপার্টমেন্ট। এমনই দাবি করছেন স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার দুপুরে বহুতলটি হেলে যাওয়ার পরে প্রোমোটার ও আবাসনের বাসিন্দাদের বেআইনি নির্মাণের জন্য দায়ী করেছিলেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর ও তাঁর দলের নেতারা। কিন্তু স্থানীয়দের দাবি, ২০১২ - ১৩ সালে কাউন্সিলর মিতালি বন্দ্যোপাধ্যায়ের প্রত্যক্ষ মদতে তৈরি হয়েছিল ওই বেআইনি বহুতল। প্রতিবাদ করলেও কর্ণপাত করেননি প্রোমোটার। এখন প্রোমোটারের বিরুদ্ধে FIR করে দায় ঝাড়তে পারবে না পুরসভা। স্থানীয় বাসিন্দা সুবীর দে সংবাদমাধ্যমকে বলেন, ‘সবাই জানে বাড়িটা বেআইনি। বাড়ি তৈরি হওয়ার সময় পুরসভার লোক সকাল বিকেল বাড়ির সামনে দিয়ে ঘুরেছে। কেউ বাধা দেয়নি। শেষে যখন চার তলার ঢালাই শুরু করে তখন আমরা প্রোমোটারকে বাধা দিই। কিন্তু তৃণমূল কাউন্সিলর মিতালি বন্দ্যোপাধ্যায়ের প্রত্যক্ষ মদতে প্রোমোটার নির্মাণকাজ চালিয়ে যান।’তিনি আরও বলেন, ‘এখন প্রোমোটার ও বাসিন্দাদের বিরুদ্ধে FIR করে নিজেদের দায় এড়াতে চাইছে পুরসভা। কিন্তু এত সহজে দায় ঝাড়া যাবে না। আমরা ক্ষতিপূরণের দাবিতে মামলা করব।’ তাঁদের বিরুদ্ধে পুরসভা অভিযোগ দায়ের করেছে শুনে হেলে পড়া শুভ অ্যাপার্টমেন্টের এক বাসিন্দা বলেন, ‘যে বাড়িতে জল - বিদ্যুতের সংযোগ রয়েছে। প্রোমোটার মিউটেশন করিয়ে দিয়েছে। প্রতি বছর পুরসভা যে বাড়ি থেকে ট্যাক্স নিচ্ছে, সেই বাড়ি বেআইনি কী করে জানব?’ওদিকে স্থানীয় তৃণমূল বিধায়ক দেবব্রত মজুমদার বলেন, ‘কেউ বেআইনি বাড়ি না জেনে কিনছে এটা হতেই পারে না। ওই বাড়ি ফ্ল্যাট অর্ধেক দামে বিক্রি হয়েছে। আর কোথাও মানুষ থাকলে সেখানে বিদ্যুৎ, জল পুরসভাকে দিতেই হয়। তার মানে সেই বাড়ি বৈধ হয়ে যায় না।’