🍰 বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে বিএসএফ জমি চাইলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দিচ্ছে না। কেন্দ্রের দীর্ঘদিনের এই অভিযোগ খারিজ করে দিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। বৃহস্পতিবার কলকাতা পুরসভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘কেন্দ্র সীমান্তে জমি চেয়েছে আর রাজ্য সরকার দেয়নি এটা হতে পারে না। তালিকা দিন কোথায় কোথায় বিএসএফ জমি চেয়েছে কিন্তু পায়নি।’
🎃বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর ফের মাথাচাড়া দিয়ে উঠেছে অনুপ্রবেশ ইস্যু। আর তার পরই ফের রাজ্যের বিরুদ্ধে সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে অসহযোগিতার অভিযোগ তুলে ফের সরব হয়েছেন বিজেপি নেতারা। যদিও ফিরহাদের দাবি, এই অভিযোগ ভিত্তিহীন।
𝐆এদিন ফিরহাদ হাকিম বলেন, ‘কেন্দ্র সীমান্তে জমি চেয়েছে আর রাজ্য সরকার দেয়নি এটা হতে পারে না। তালিকা দিন কোথায় কোথায় বিএসএফ জমি চেয়েছে কিন্তু পায়নি। শুধুমাত্র সীমান্তে জমি চাওয়ার ক্ষেত্রে। অন্য ক্ষেত্রে নয়।’
🌞গত ৪ জানুয়ারি মুখ্যমন্ত্রীকে লেখা এক খোলা চিঠিতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেন, কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য ২৮৫ কিলোমিটার সীমান্তে রাজ্যের কাছে জমি চেয়েও পায়নি BSF. ১৮টি ক্ষেত্রে বিএসএফকে কোনও জমি হস্তান্তর করা হয়নি। এছাড়া ১৭টি সীমান্ত ফাঁড়ি তৈরির জন্য জমি অধিগ্রহণের প্রক্রিয়া মুলতুবি হয়ে রয়েছে। এর ফলে একাধিক প্রকল্পে কেন্দ্রীয় বরাদ্দ পাঠানো বন্ধ হয়ে গিয়েছে।