▨ দেখতে দেখতে দাম্পত্য জীবনের ২১ বছর পার করে ফেললেন বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি। কলকাতার ভবানীপুরের মেয়ে মৃদুলাকে বিয়ে করেছিলেন ‘কালিন ভাইয়া’, সেই অর্থে বাংলার জামাই তিনি। গত ১৫ জানুয়ারি পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে ২১ তম বিবাহ বার্ষিকী সেলিব্রেট করলেন দুজনে। শনিবার ইনস্টাগ্রামে মৃদুলা সেই ঘরোয়া অনুষ্ঠানের বেশ কয়েকটি ছবি সহ একটি ভিডিও শেয়ার করেছেন। যা তাঁদের সম্পর্কের গভীরতাকে সামনে আনল।
💟জানলে অবাক হবেন, দূর সম্পর্কের আত্মীয়াকে বিয়ে করেছিলেন পঙ্কজ ত্রিপাঠি। পঙ্কজের দিদির বিয়ে হয়েছিল মৃদুলার দাদার সঙ্গে। তখন পঙ্কজ একাদশ শ্রেণির ছাত্র। মৃদুলা তখন নবম শ্রেণি। সেই বিয়েতেই প্রথম দেখা দুজনের, তারপর শুরু প্রেম। দিদির ননদকে ২০০৪ সালে ভালোবেসে বিয়ে করেন অভিনেতা। রক্তের সম্পর্ক না থাকলেও আত্মীয়দের মধ্যেকার এই বিয়ে আজও মেনে নেননি পঙ্কজের মা। সেই কষ্টের কথা প্রকাশ্যে জানিয়েছেন মৃদুলা।
﷽আজ বলিউডের অন্যতম প্রতিষ্ঠিত অভিনেতা হলেও, কেরিয়ারের গোড়ার দিকে শুধুই স্ট্রাগল করেছেন পঙ্কজ। সেই সময় তাঁর জীবনের একমাত্র সাপোর্ট সিস্টেম ছিল স্ত্রী। বউয়ের উপার্জনেই চলত সংসার। একটানা আট বছর ধরে সংসারের খরচ টেনেছেন মৃদুলা, উৎসাহ আর সাহস দিয়েছেন স্বামীকে তাঁর স্বপ্নের কেরিয়ার গড়ে তোলার।
🧸বিবাহবার্ষিকীর সন্ধ্যায় স্বভাবতই বউকে নিয়ে আবেগঘন পঙ্কজ। ভিডিয়োয় দেখা গেল স্ত্রীর সামনে হাত জোড় করে মাথানত করে প্রণাম করেন তিনি, এরপর মৃদুলার আঙুলে আংটি পরিয়ে দেন মির্জাপুরের অভিনেতা। এরপর হইচই করে চলল কেক কাটার পর্ব, অতিথিরা উল্লাস আর হাততালিতে জমিয়ে দিল সেদিনের সন্ধ্যা।
🐈বিশেষ দিনের জন্য, পঙ্কজের দেখা মিলল সাদা জ্যাকেটের সাথে একটি বেইজ কুর্তা-পাজামায়, হলুদ স্যুটে ঝলমলে মৃদুলা। তাঁদের মেয়ে আশি ত্রিপাঠিও হাজির ছিলেন বাবা-মা'র বিশেষ দিনে।
༒বিয়ের ২১ বছর পরও শাশুড়ি এই সম্পর্ক মেনে না নেওয়ায় আক্ষেপ রয়েই দেখে মৃদুলার। মাস কয়েক আগে এক সাক্ষাৎকারে পঙ্কজ-পত্নী বলেছিলেন, ‘আসলে আমাদের কোনও রক্তের সম্পর্ক ছিল না। তা ছাড়া ওদের বাড়ির মেয়ের আমাদের বাড়ির ছেলের সঙ্গে বিয়ে হয়েছিল। সেই সময় এটা মেনে নেওয়া যেত না, একটি মেয়ে তার চেয়ে অর্থনৈতিক ভাবে দুর্বল পরিবারে বিয়ে হয়ে আসবে। যেহেতু ওর দিদির আগেই আমাদের পরিবারে বিয়ে হয়, তাই আমার বাড়িতেও প্রথমে সে ভাবে মেনে নেয়নি এই বিয়ে'।
🧸দিল্লির ন্যাশনাল স্কুল অফ ড্রামা থেকে স্নাতক পঙ্কজ ত্রিপাঠি অনুরাগ কাশ্যপের 'গ্যাংস অফ ওয়াসেপুর'-এ অসামান্য চরিত্রে অভিনয় করে বলিউডে খ্যাতি অর্জন করেছিলেন। অতি সম্প্রতি, তিনি স্ত্রী ২-তে তার অভিনয়ের জন্য প্রশংসা কুড়িয়েছেন। ছবিতে শ্রদ্ধা কাপুর এবং রাজকুমার রাও রয়েছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ও অপারশক্তি খুরানা গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।