বাংলা নিউজ > হাতে গরম > Viral Video: অবিকল মানুষের গলা! কাকের ‘বাবা’ ডাক চমকে দিল নেটিজেনদের, ভাইরাল ভিডিয়ো
💫 মানুষের সঙ্গে থাকতে থাকতে মানুষের মতোই কথা শিখে গেল একটি কাক। সম্প্রতি এমনই এক ভিডিয়ো ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। ভিডিয়োতে দেখা গিয়েছে, একটি কাক পাপা বলে ডাকছে। ইনস্টাগ্রাম, এক্স ও লিঙ্কডইনসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করা হয়েছে ভিডিয়োটি।
আরও পড়ুন - ☂ঠোঁটে চুমু খাওয়ার ভীষণ শখ, লোকটা মুখ এগোতেই যা করল বাঘ! কাঁপুনি ধরাবে ভিডিয়ো
🐷পাখিদের মধ্যে অনেকেই মানুষের মতো কথা বলতে জানে। না জানলেও তাদের কথা বলতে শেখানো যায়। তবে এই ধরনের পাখির তালিকায় সাধারণত দেখা যায়, চন্দনা, টিয়া, বউকথাকউ ইত্যাদি পাখি। ঘরে যেহেতু এই পাখিগুলো পোষা হয়, তাই কথা শুনতে শুনতে এক সময় তারা কথা শিখে ফেলে। কিন্তু কাক ঘরে পোষার নজির সেভাবে নেই। আর তার কথা বলার নজির তো আরওই নেই। স্বাভাবিকভাবে এই পাখির ডাক অনেকের নজর কেড়েছে। প্রশংসা কুড়িয়েছে নেটিজেনদের।