ꦐঘরের মধ্যে যেখানে সেখানে কাপড় মেলার অভ্যাস অনেকেরই রয়েছে। কিন্তু এটা শুধু ভারতীয়দের অভ্যাস, এমনটা ভাবা ভুল। ভারতের বাইরেও বিভিন্ন দেশে রয়েছে এই অভ্যাস। এমনকি রোদে কাপড় শুতে দেওয়ার মতো কাজও বিদেশে বহুল প্রচলিত। সম্প্রতি সেই ভিডিয়োই ভাইরাল হল নেটদুনিয়ায়। মার্কিন যুক্তরাষ্ট্রের মহম্মদ আনাস নামের এক ব্যক্তি ইনস্টাগ্রামে ভাগ করে নিয়েছেন একটি ভিডিয়ো। সেখানে দেখা গিয়েছে রোদে কাপড় শুকোতে দেওয়া।
আরও পড়ুন - 🐲Space Travelling Cost: মহাকাশে ১০ মিনিট কাটাতে হলে পকেট থেকে কত খসাতে হবে? বলে দিলেন পপ গায়িকা কেটি
🗹রোদে কাপড় শুতে দেওয়ার ভিডিয়োই শুধু শেয়ার করেননি ওই ব্যক্তি। পাশাপাশি তিনি লেখেন, এটা ভারত নয়, মার্কিন যুক্তরাষ্ট্র। তার সঙ্গে একটা অবাক হওয়ার ইমোজি। অর্থাৎ ব্যাপারটা রীতিমতো হকচকিয়ে ওঠার মতো। নেটিজেনদের অনেকেই দেখে অবাক হয়েছেন। তবে অনেকে আবার লেখেন, তারাও আমাদের মতোই মানুষ। ফলে এটাই স্বাভাবিক।