🌞 মোহিত শর্মাকে টপকালেও অল্পের জন্য জোফ্রা আর্চারের সর্বকালীন আইপিএল রেকর্ড ভাঙতে পারলেন না মহম্মদ শামি। অবশ্য আর্চারের রেকর্ড ভাঙলে লজ্জায় মুখ লুকোনোর জায়গা পেতেন না টিম ইন্ডিয়ার সুপারস্টার পেসার। কেননা শনিবার পঞ্জাব কিংসের বিরুদ্ধে এমন এক হতাশাজনক নজির গড়েন শামি, যা চাইলেও ভুলতে পারা মুশকিল।
♚আসলে মহম্মদ শামি আইপিএলের ইতিহাসে সব থেকে খরুচে বোলিংয়ের নিরিখে সর্বকালীন তালিকার দ্বিতীয় স্থানে জায়গা করে নেন। তাঁর আগে রয়েছেন কেবল জোফ্রা আর্চার। যদিও ভারতীয় বোলারদের মধ্যে আইপিএলের এক ম্যাচে শামির থেকে বেশি রান খরচ করেননি আর কেউ।
ꩵশনিবার উপ্পলে আইপিএল ২০২৫-এর ২৭তম লিগ ম্যাচে সম্মুখসমরে নামে সানরাইজার্স হায়দরাবাদ ও পঞ্জাব কিংস। ম্য়াচে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে পঞ্জাব। এই ম্যাচেই সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ৪ ওভার বল করে ৭৫ রান খরচ করে শামি। কোনও উইকেট পাননি তিনি।
𝐆আরও পড়ুন:- ৫০ বলে ৪০ রান, আউট হয়েছেন ৫ বার, ২৭ কোটির প্রাইস ট্যাগ ঋষভ পন্তের কাঁধে কি বড্ড ভারি?
ওআইপিএলের এক ম্যাচে সব থেকে বেশি রান খরচ করার সর্বকালীন রেকর্ড রয়েছে জোফ্রা আর্চারের নামে। রাজস্থানের আর্চার এবছরেই এই উপ্পলেই হায়দরাবাদের বিরুদ্ধে ৪ ওভারের বোলিং কোটায় মোট ৭৬ রান খরচ করেন। অর্থাৎ, মাত্র ১ রানের জন্য আর্চারের লজ্জার নজিরে ভাগ বসানো থেকে বেঁচে যান শামি।
♔এতদিন ভারতীয়দের মধ্যে আইপিএলের এক ম্যাচে সব থেকে বেশি রান খরচের রেকর্ড ছিল মোহিত শর্মার নামে। তিনি ২০২৪ আইপিএলে গুজরাটের হয়ে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৪ ওভারের বোলিং কোটায় মোট ৭৩ রান খরচ করেন। শনিবার মোহিতকে সেই হতাশাজনক নজির থেকে মুক্তি দেন শামি। অর্থাৎ, মহম্মদ শামিই এখন আইপিএলের এক ম্যাচে সব থেকে বেশি রান খরচ করা ভারতীয় বোলার।
আইপিএলের এক ম্যাচে সব থেকে বেশি রান খরচ করা ৫ বোলার
🍬১. জোফ্রা আর্চার (রাজস্থান রয়্যালস)- ৭৬ বনাম সানরাইজার্স হায়দরাবাদ (২০২৫)।
✅২. মহম্মদ শামি (সানরাইজার্স হায়দরাবাদ)- ৭৫ বনাম পঞ্জাব কিংস (২০২৫)।
♕৩. মোহিত শর্মা (গুজরাট টাইটানস)- ৭৩ বনাম দিল্লি ক্যাপিটালস (২০২৪)।
🌳৪. বাসিল থাম্পি (সানরাইজার্স হায়দরাবাদ)- ৭০ বনাম আরসিবি (২০১৮)।
ꦬ৫. যশ দয়াল (গুজরাট টাইটানস)- ৬৯ বনাম কেকেআর (২০২৩)।
পঞ্জাব কিংসের বিরুদ্ধে শামির খরুচে ৪ ওভার
ܫ১. ইনিংসের প্রথম ওভারে শামির বলে পরপর ৩টি চার মারেন প্রভসিমরন সিং। সেই ওভারে মোট ১৪ রান ওঠে।
ܫ২. তৃতীয় ওভারে শামির বলে পরপর ২টি ছক্কা ও ১টি চার মারেন প্রিয়াংশ আর্য। একটি ছক্কা হাঁকান প্রভসিমরন। সেই ওভারে মোট ২৩ রান ওঠে।
🍌৩. শামি ১৩তম ওভারে পুনরায় বল করতে এলে তাঁর বলে ১টি চার মারেন শ্রেয়স আইয়ার এবং ১টি চার মারেন নেহাল ওয়াধেরা। সেই ওভারে ১১ রান ওঠে।
🍷৪. শামি ইনিংসের ২০তম ওভারে নিজের বোলিং কোটার শেষ ওভার বল করতে আসেন। সেই ওভারের শেষ চারটি বলে পরপর ৪টি ছক্কা মারেন মার্কাস স্টাইনিস। সেই ওভারে ২৭ রান ওঠে।