চিপকের মাঠে গিয়ে বরুণ চক্রবর্তী দেখিয়ে দিয়ে এসেছেন, এই মাঠ তাঁরই। কলকাতা নাইট রাইডার্স দল চিপকের দুর্গে হানা দিয়েছে। এই নিয়ে এবারের আইপিএলে টানা তিন ম্যাচেই হেরেছে চেন্নাই সুুপার ক🔴িংস। আর সব মিলিয়ে ছয় ম্যাচের মধ্যে পাঁচটি ম্যাচেই হারতে হয়েছে চেন্নাইকে। ফলে প্লে অফের রাস্তা অনে𝔉কটাই কঠিন হয়ে গেছে তাঁদের।
খুব বড় অঘটন ঘটাতে না পারলে, এবারে হয়ত সিএসকে-কে শেষ চারের লড়াইয়ে দেখা যাবে না। কারণটা খুব স্পষ্ট, টপ অর্ডারের টানা ব্যর্থতা। মিডল অর্ডারের ব্যাটারদের অদক্ষতা🐲। টিম ম্যানেজমেন্টের দলগঠনের ক্ষেত্রে অত্যন্ত বাজে পারফরমেন্স। কারণ রাহুল ত্রিপাঠী, বিজয় শঙ্করদের দিয়ে যদি সিএসকে চ্যাম্পিয়ন হবে আশা করা হয়, তাহলে সেটা হয়ত🌳 ভুলই হবে।
এদিকে চেন্নাইয়ের মাটিতে গিয়ে কলকাতা নাইট রাইডার্সের স্ট্র্যাটেজি ꧋খুবই ভালোভাবে কাজে লেগে গেছে। রাহানে, মইন আলিরা দীর্ঘদিন চিপকের মাঠে খেলেছেন। ডোয়েন ব্র্যাভোও বহুবার দলকে জিতিয়েছেন এই মাঠে। ফলে তাঁরা নিজের হাতের তালুর মতোই চিনতেন এই মাঠকে। ম্যাচের আগে স্পিন অস্ত্রেই চেন্নাইকে ঘায়েল করার স্ট্র্যাটেজি নিয়েছিলেন তাঁরা, আর সেই মাস্টারস্ট্রোক কিন্তু একদমই সফল।
এই মাঠে কিন্তু আরও একজন ক্রিকেটারের হোম গ্রাউন্ড , তিনি কেকেআরের মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী। ম্যাচের আগের দিন আজিঙ্কা রাহানের মুখে শোনা গেছিল ব্র্যাভো, মইনদের কথা। নাইট অধিনায়ক হয়ত ভুলে গেছিলেন, এই মাঠে বরুণ চক্রবর্তীও অনেক ঘাম ঝড়িয়েছেন একটা🎃 সময়, আর সেই কারণেই তিনি আজ জাতীয় দলের সেরা স্পিনার।
চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে বল হাতে জোড়া উইকেট নেন বরুণ। তুলে নেন বিজয় শঙ্কর এবং দীপক হুডার উইকেট। দেন চার ওভারে মাত্র ২২ রান। নারিনের মতো তিনিও এবারের আই🌃পিএলে ধারাবাহꦜিকভাবেই ভালো বোলিং করছেন। তবে নিজের হোম গ্রাউন্ডে ম্যাচ হওয়ায় আর সেখানে নিজের দলকে জেতানোর আনন্দটা সব সময়ই স্পেশাল। ম্যাচের শেষে তাই বরুণও মনে করিয়ে দিলেন এটা তাঁরই মাঠ।
নজরকাড়া সেলিব্রেশন করেন রাহুল
আসলে তাঁর আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার দিল্লি ক্যাপিটালসকে চিন্নাস্বামী স্টেডিয়ামে ম্যাচ জেতান লোকেশ রাহুল। একার হꦫাতেই দলকে জেতানোর পর কর্ণাটকের এই ক্রিকেটার মা🌟ঠে দাঁড়িয়ে ব্যাট ঠুকে আগ্রাসী সেলিব্রেশন করেছিলেন, বলেছিলেন এটা তাঁরই হোম গ্রাউন্ড। তাই বাকিদের থেকে তিনি এই মাঠকে ভালো চেনেন।
ভাইরাল বরুণের সেলিব্রেশন
কেকেআরের তারকা ক্রিকেটার বরুণ চক্রবর্তী𒉰ও সিএসকের বিরুদ্ধে জয়ের পর এক ভিডিয়োতে কে এল রাহুলের স্টাইলেই সেলিব্রশন করে বুঝিয়ে দিলেন, চিপকের স্টেডিয়াম সিএসকের মতোই তাঁরও হোম গ্রাউন্ড।