চেন্নাই সুপার কিংস এই নিয়ে আইপিএলে টানা ꦉ৫ ম্যাচে হারল। IPL 2025- এ সিএসকে যেভাবে খেলছে, তা দেখে চেন্নাইয়েরꦐ যারা ক্রিকেটার নিজেরাই লজ্জা পাবেন। তবে মহেন্দ্র সিং ধোনি যে কথাটা বললেন ম্যাচ হেরে, তাতে বড় বিতর্ক তৈরি হতেই পারে। চেন্নাই সুপার কিংসের অধিনায়কত্বের দায়িত্ব নিয়ে কিন্তু এবারের আইপিএলের সব থেকে খারাপ পারফরমেন্স করেছে ধোনির চেন্নাই।
তারপরই ম্যাচে লজ্জার হারের জন্য টপ অর্ডারের ব্যাটারদের দিকেই আঙুল তুললেন মহেন্দ্র সিং ধোনি। তিনি যেভাবে ম্যাচ শেষে আক্রমণ করলেন, তা সচরাচ🐠র কিন্তু শোনা যায় ꦚনা। সরাসরি তিনি টপ অর্ডারের দিকে আঙুল তুলে বললেন, তাঁদের দলের ব্যাটারদের পাওয়ারপ্লেতে ৬ ওভারে ৬০ রান তোলার যোগ্যতা নেই।
মাহি নিজেও ফর্মে নেই
অবশ্য ভুলে গেলে চলবে না, চেন্নাই সুপার কিংসের মিডল অর্ডার কিন্তু আরও ফ্লপ। টপ অর্ডার যখন রান তুলেও দিয়েছে তখন মিডল অর্ডার তা কাজে লাগাতে পারেনি। সেটার নিꦏদর্শন গত ম্যাচে হার। আরও একটা বিষয় নজর রাখতে হবে, মহেন্দ্র সিং ধোনি কিন্তু ৬ ম্যাচে খেলে করেছেন মাত্র ১০৪ রান, যেটা মোটেই মাহিসুলভ যে নয়, তা বলার অপেক্ষা রাখে না।
হারের লজ্জার রেকর্ড চেন্নাইয়ের
এই প্রথমবার আইপিএলে টানা পাꦦঁচ ম্যাচে হারল চেন্নাই সুপার কিংস,এর মধ্যে চারটি ম্যাচে অধিনায়ক ছিলেন রুতুরাজ গায়কোয়াড়। বাকি একটি ম্যাচে এদিন ক্যাপ্টেন্সি করলেন মহেন্দ্র সিং ধোনি। আইপিএলে এটাই চেন্নাইয়ের সব থেকে বড় হার, বল বাকি থাকার নিরিখে। আরও একটি বিষয় হল, এই প্রথম চেন্নাইয়ের মাঠে পরপর তিন ম্যাচেই হারল সিএসকে।
ব্যাটাররা পাওয়ারপ্লেতে ৬০ রান তুলতে পারবে না
মাহি ব্যাটারদের ওপর দায় ঠেলে বললেন, ‘পিচ এবং কন💟্ডিশন দেখে খেলতে হয়। কিছু ম্যাচে আমরা মোটামুটি ভালো রান করেছি পাওয়ারপ্লেতে। যে শট খেলতে পারব, সেই শটই খেলা উচিত। কারোর মতো খেলার চেষ্টা করা উচিত নয়। আমাদের ওপেনাররা ভালো, ওরা ক্রিকেটীয় শট খেলে থাকে। ওরা কিন্তু দুমদাম হিট করে না বা অ্যাক্রস দ্য লাইন মারতে যায় না। স্কোরকার্ডের দিকে তালিকায় বেপরোয়া হওয়া উচিত নয়। এই লাইন আপ দিয়ে যদি আমরা পাওয়ারপ্লেতে ৬০ রান টার্গেট করি, তাহলে সেটা ঠিক নয়। পার্টনারশিপ এগিয়ে চলা উচিত ছিল, আর মিডল অর্ডারে রানের গতি বাড়ানো উচিত। এর মধ্যে উইকেট পড়লে তখন কাজ আরেকটু কঠিন হবে, তখন আবার রানের গতি একটু কমাতে হবে, পরে স্লগ ওভারে হিট করতে হবে ’।
ধোনি ম্যাচের শেষে বললেন, ‘বেশ কয়েকদিন হয়ে গেল, আমাদের পক্ষে খেলার ফল যাচ্ছে না। চ্যালেঞ্জটা আমাদের গ্রহণ করতে হত। আজ আমার মনে হয়েছে, আমরা ভালো রান তুলতে পারিনি। এদিন ফার্স্ট ইনিংসেও বল একটু থেমে থেম🤪ে যাচ্ছিল। যখন পরপর উইকেট পড়তে থাকে, আর প্রতিপক্ষ দলে যদি ভালো স্পিনার থাকে, তাহলে কাজটা কঠিন হয়ে যায়। আমরা একদমই পার্টনারশিপ করতে পারিনি✅ আজকে ম্যাচে ’।