IPL 2025- এ CSK vs KKR এর ম্যাচে ফের একবার অধিনায়ক হিসেবে মাঠে নামলেন মহেন্দ্র সিং ꦛধোনি। ২০২৩ সালে সিএসকে শিবিরকে চ্যাম্পিয়ন করার পর অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন ক্যাপ্টেন কুল। কিন্তু অদ্ভূতের পরিহাসেই ফের তাঁকে কাঁধে তুলে নিতে হল আইপিএলে চেন্নাই সুপার কিংসের অধিনায়কত্বের গুরুদায়িত্ব। এদিন সন্ধ্যায় তিনি নিজের চেনা মাঠ চিপকে নাইট অধিনায়কের সঙ্গেই নামলেন টস -র জন্যꦬ।
আজিঙ্কা রাহানের সঙ্গে ধোনি মাঠে নামেন টস করতে। এদিন চিদাম্বরম স্টেডিয়ামে ধোনিই কয়েন ফ্লিপ করলেন, টস জিতলেন অবশ্য রাহানে। তি🔯নি টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন। কারণ এই মাঠে স্পিনের সঙ্গে স্পিনের জমজমাট লড়াই হবে। অর্থাৎ একদিকে নূর-অশ্বিন জুটির সঙ্গে𝐆 লড়াই হবে বরুণ-নারিনের স্পিন ভেল্কির।
টস হারলেও ধোনি বললেন, তিনি টস জিতলে ব্যাটিংই করতেন। মিডল অর্ডারের কারণে তিনি আগে ব্যাট করতে চাইছিলেন। ধোনি জানান, রুতুরাজের কনুইয়ে কিছু সমস্যা হয়েছে, সেই কারণেই তিনি নেই। বেসিক বিষয়গুলো ঠিক রাখতে হবে, পার্টনারশিপ তৈরি করতে হবে, বললেন মাহি। তাঁর কথায়, ‘আমাদের ব্যাটাররা টেকনিকালি খেলে, যে শুরুতে এসেই হিট করবে তেমনটা নয়। পাওয়ারপ্লেতে গুড ꦯবলও করতে হবে, যাতে প্রতিপক্ষকে রান করতে একটু কষ্ট করতে হয় ’।
২৩ সালের পর ফের চিপকে অধিনায়ক মাহি
২০২৩ সালে আইপিএলে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ফাইনালে জিতে চ্যাম্পিয়ন হয় মহেন্দ্র সিং ধোনির সিএসকে। এরপর গতবার আইপিএলের ঠিক আগেই রুতুরাজ গায়কোয়াড়কে অধিনায়ক হিসেবে বেছে নিয়েছিলেন এমএস♕ডি। ততদিন রুতু জানতেনও না যে তাঁকে সিএসকের অধিনায়কের দায়িত্ব দিতে চলেছেন মাহি। যদিও এরপর তাঁর আইপিএল বছরটা ভালো যায়নি।
এবছর আইপিএলের শুরু থেকে আশা🍸 করা হয়েছিল অনেক আঁটঘাট বেঁধে চেন্নাই সুপার কিংস দল মাঠে নামায় তাঁরা হয়ত গতবারের ব্যর্থতা কাটিয়ে উঠতে পারলে। কিন্তু কোথায় কী? বাস্তব 😼ক্ষেত্রে দেখা যাচ্ছে গোটা সিএসকের ব্যাটিং ইউনিটই পুরো ফ্লপ। ওপেনাররা রান পাচ্ছেন না। আর যখন রান পাচ্ছেন, তখন সেটা এত ধীর গতিতে তুলছে যে সিএসকের মিডল অর্ডারের ওপর চাপ বেড়ে যাচ্ছে।
জাদেজার ব্যর্থতা ঢাকা পরে গেছে
মহেন্দ্র সিং ধোনি নিজেও খুব একটা ওপরের দিকে ব্যাটিং করতে আসতে পারছেন না। রবীন্দ্র জাদেজ✱াও ফুল ফ্লপ। নেহাত ধোনির ব্যাটিং অর্ডারের ওপর সব নজর চলে যাওয়ায় জাদেজার ব্যর্থতায় কারোর তেমন নজর পড়ছে না। মানে যত দোষ, নন্দ ঘোষের মতো। কিন্তু ব্যর্থ গোটা দল, নেহাত ধোন🧸ি স্টার বলেই তাঁকে দোষ দেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার অধিনায়ক ধোনির নাম ঘোষণা
চার ম্যাচে টানা হারের পর♍ হঠাৎ গতকাল অর্থাৎ বৃহস্পতিবার জানতে পারা যায় যে অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়ের হাতে চিড় ধরেছে, তাই তিনি আর গোটা মরশুম খেলবেন না। ফলে ধোনিকে অধিনায়ক করা হচ্ছে। সিএসকে ভক্তরা আশা করছে ধোনি হয়ত এসেই ফের সিএসকের স্বপ্নের সওদাগর হয়ে উঠবেন, দলকে জয়ের ট্র্যাকে ফেরাবেন। নাইট রাইডার্সের বিরুদ্ধে তাঁদের যা ট্র্যাক রেকর্ড, সেটাই সমর্থকদের ভাবাটাই স্বাভাবিক।
ধোনি খেলবেন বিজয়-রাহুলদের নিয়েই
তবে একটা কথাও বলে দেওয়া দরকার, ধোনির দলের মিডল অর্ডারের যা অবস্থা তাতে তাঁকেই ওপরের দিকে অর্থাৎ ব্যাটিং অর্ডার꧃ে পরিবর্তন করে ওপরে আসতে হবে। নাহলে রুতুরাজকে বিশ্রামে পাঠানো হলেও দলের হাল বদলাবে না। আরও একটা কথা মাথায় রাখতে হবে, ধোনিকে কিন্তু খেলতে হবে সেই রাহুল ত্রিপাঠী, বিজয় শঙ্করের মতো ক্রিকেটারদের নিয়ে। যারা নিজেরা কবে একার দমে ম𝔍্যাচ জিতিয়েছেন, সেটা তাঁরা নিজেরাও হয়ত ভুলে গেছেন।