আগামী ১৮ এপ্রিল বড় পর্দায় মুক্তি পেতে চলেছে অক্ষয় কুমার, আর মাধবন এবং অনন্যা পান্ডে অভিনীত ‘কেশরী চ্যাপ্টার ২’। এই ✤মুহূর্তে ছবির প্রচারে ব্যস্ত অক্ষয় এবং মাধবন। সোমবার সকালে মুম্বইয়ে একটি ব্যাক্তিগত বিমানবন্দরের সামনে ছবি তুলতে দেখা যায় এই দুই অভিনেতাকে।
সোমবার ভাইরাল বিহানি একটি ভিডিয়ো পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়, যেখ🍌ানে দেখা যায় অক্ষয় এবং মাধবন দুজনেই বেরিয়ে আসছেন🀅 বিমানবন্দর থেকে। বিমানবন্দরের বাইরে অপেক্ষায় ছিলেন ছবিশিকারীরা। বিমানবন্দর থেকে বাইরে বের হওয়ার সময় কর্মরত গার্ডের কাছে দাঁড়িয়ে কিছু বলতে দেখা যায় অক্ষয়কে।
আরও পড়ুন: বন্ধ হয়ে গেল ‘দ্যা দিল্লি ফাইলস’ 🐼- এর শ𒁏্যুটিং, ক্ষুব্ধ বিবেক বললেন,'অসম্ভব!'
আরও পড়ুন: কেশরী চ্যাপ্টꦐার ২ দেখে আপ্লুত༺ রানা দাগ্গুবতি, বললেন, 'এমন সিনেমা সব ভাষায়...'
এদিন অক্ষয় পরেছিলেন এটি ধূসর রঙের ক্যাজুয়াল পোশাক, মাধবন পরেছিলেন একটি সাদা রঙের পায়জামা পাঞ্জাবি। অক্ষয়ের চোখে ছিল কালো চশমা, হাতে ঘড়ি। হাসিমুখে দুজনকে দেখা যায় পোজ দিয়ে ছ♔বি🍬 তুলতে।
ভিডিয়োটি ভালো করে দেখলে বুঝতে𝓡 পারবেন, অক্ষয় বিমানবন্দরের বাইরে দাঁড়িয়ে ছবি তোলার জ𒀰ন্য অনুমতি চাইছেন কর্মরত গার্ডের কাছ থেকে। গার্ড সম্মতি জানালে তবেই তাঁরা বেরিয়ে আসেন ছবি তোলার জন্য। অক্ষয়ের এই ব্যবহার রীতিমতো মুগ্ধ করেছে সকলকে।
ভিডিয়োয় অক্ষয়ের বিনম্র ব্যবহার দেখে ভীষণ মুগ্ধ হন নেট দুনিয়ার বাসিন্দারা। ভিডিয়োয় মন্তব্য করে একজন লেখেন, ‘আপনারা দুজনেই নিপাট ভদ্রলোক। সত্যিকারের ভদ্র মানুষ। এই জন্যই আপনারা আমাদের এত প্রিয়।’ অন্য একজন লিখেছেন, ‘সত্যিই আপনারা ভীষণ ভালো।’ তৃতীয় 𝓡একজন লিখেছেন, ‘আপনারাই হলেন প্রকৃত রত্ন।’
প্রসঙ্গত, ১৯১৯ সালের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের ওপর ভিত্তি করে সিনেমাটি তৈরি করা হয়েছে। এই সিনেমায় সি শ🐈ংকরন নায়ারের চরিত্রে অভিনয় করেছেন অক্ষয়।আর মাধবন অ্যাডভোকেট নেভিল ম্যাককিনলির চরিত্রে এবং ꦍঅনন্যা পান্ডে দিলরিত গিলের চরিত্রে অভিনয় করেছেন।
আরও পড়ুন: বলিউডে প্রত্যাবর্তন ফাওয়াদের,সমর্থন জানিয়ে সুস্মꦏিতা বললেন, 'শিল্পে স্বাধীনতা…'
আরও পড়ুন: টিকিট কেটেও মেলেনি হৃতি😼কের ছবি, ভক্তদের অভিযোওগ ‘ভিত্তিহীন’ বলে দাবি আয়োজকদের
এছাড়াও রেজিনা ক্যাসান্দ্রা, সাইমন পেসলি ডে এবং অমিত সিয়াল সহ-অভিনেতা হিসেবে অভিনয় করেছেন। ছবিটি পরিচালনা করেছেন করণ সি❀ং ত্যাগী। ছবিটি প্রযোজনা করেছেন ধর্মা প্রোডাকশন, লিও মিডিয়া কালেক্টিভ এবং কেপ অফ গুড ফিল্মস।