সম্প্রতি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী সাগরিকা ঘাটগে। খুশির এই খবর ইনস্টাগ্রাꦚমে সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন প্রাক্তন ক্রিকেটার জাহির খান এবং অভিনেত্রী সাগরিকা। আনন্দের এই খবরটি শোনা মাত্রই নতুন অভিভাবকদের শুভেচ্ছা বার্তা জানালেন অনুষ্কা- আথিয়ারা।
সম্প্রতি জাহির এবং সাগরিকা সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন যেখানে দেখা যাচ্ছে, তাঁরা তাঁদের ছোট্ট সন্তানকে কোলে নিয়ে রয়েছেন। জাহির তৃপ্তির হাসি নিয়ে একদৃষ্টে দেখছেন ছে⛄লেকে, সাগরিকা হাসিমুখে দিয়েছেন পোজ।✤ অন্য একটি ছবিতে সন্তানের মুখের অল্প অংশ দেখা যাচ্ছে এবং তিনজনের আঙুলের কিছু অংশ দেখা যাচ্ছে।
আরও পড়ুন: ফের শুরু হতে চলেছে কেবিসি? কবে থেকে শুরু রেজিস্ট্রেশন? বি﷽গ বি-ই থাকছেন সঞ্চালনায়?
আরও পড়ুন: 'তোমা🌳য় ছাড়া পাঁচটা নতুন বছর...', নববর্ষের আগে বাবাকে নিয়ে আবেগঘন স্বস্তিকা
ছবি পোস্ট করে ক্যাপশনে সাগরিকা লিখেছেন, ‘ভগবানের অশেষ কৃপায় আমাদের ছোট্ট সন্তানের জন্ম হꦇয়েছে। ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ। ফতেহসিং খানকে অনেক অনেক স্বাগত।’ সাগরিকার এই পোস্ট করার সঙ্গে সঙ্গে কমেন্ট বক্সে একাধিক তারকা ভালোবাসা জানিয়েছেন তাঁদের।
কম♏েন্ট বক্সে প্রথমেই রয়েছে অনুষ্ঠান শর্মার কমেন্টে। ভালোবাসার ইমোজি জানিয়ে তিনি ভালোবাসা জানিয়েছেন দম্পতিকে। জেনেলিয়া শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। সচিন তেন্ডুলকারও শুভেচ্ছা বার্তা জানিয়ে লিখেছেন, ‘খুব খুশি তোমাদের দুজনের জন্য। অনেক অনেক শুভেচ্ছা বার্তা। ছোট্ট জাহির, তোমাকে ওয়েলকাম।’
শুভেচ্ছা বার্তা জানিয়েছেন আথিয়া। একটি লাল হৃদয় এবং একটি ছোট্ট শিশুর ইমোজি দিয়ে ভালোবাসা জানিয়েছেন তিনি। শুভেচ্ছা বার্তা জাꦚনিয়েছেন জেনেলিয়া ও রীতেশ। ভালোবাসা ইমোজি জানিয়ে দুজনেই শুভেচ্ছাবার্তা জানিয়েছেন নতুন পেরেন্টকে।
শুভেচ্ছাবার্তা প্রেরকদ𝔍ের তালিকায় রয়েছেন অঙ্গদ বেদী, সুনীল শেট্টি, সুরেশ রায়না, হ🍸রভজন সিং, ডায়না পেন্টি, নিরু বাজওয়া, উপাসনা কামিনেনি সহ আরও অনেকে।
আরও পড়ুন: শাহরুখের বাড়িতে থাকতে চান! এক রাতের ভাড়া ဣদিতে🐠 কম পড়বে ১ মাসের বেতনও, কত খরচ?
আরও পড়ুন: আপনাকে ভালোবাসি’, সিদ্ꦇধিবিনায়ক মন্দিরে ভক্তের ডাক শুনꦏে লজ্জায় লাল অমিতাভ
প্রসঙ্গত, জাহির এবং সাগরিকা ২০১৭ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। জাহির খান যে ভারতের ক্রিকেট টিমের একজন প্রাক্তন ক্🦩রিকেটার তা সকলেরই জানা। অন্যদিকে সাগরিকা একজন মডেল তথা অভিনেত্রী। ‘চাক দে ইন্ডিয়া’ সিনেমায় অসাধারণ অভিনয় করেছিলেন তিনি।
তবে জা🔜নলে অবাক হয়ে যাবেন, সাগরিকা শুধুমাত্র অভিনেত্রী নন, একজন জাতীয় পর্যায়ের ফিল্ড হকি খেলোয়াড় তিনি। বিয়ের পর লাইমলাইট থেকে সরে এলেও এখনও বিভিন্ন বিজ্ঞ🐻াপনের মুখ তিনি।