রাত পোহালেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন পর্দার 'সৃজন' রুবেল দাস। ১৯ জানুয়ারি মনের মানুষ শ্বেতা ভট্টাচার্যর সঙ্গে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন ‘নিম 🅺ফুলের মধু’ মেগার নায়ক। রুবেলের বিয়ে নিয়ে ধারাবাহিকের সেটে এখন ব্যাপক হইচই। ইতিমধ্যেই তাঁর সহ অভিনꦺেতারা তাঁকে এলাহি ভাবে আইবুড়ো ভাত খাইয়েছেন। অন্যান্যদের সঙ্গে যোগ দিয়েছিলেন মেগার নায়িকা পল্লবী শর্মাও।
মেগাতে এর আগে অনেকেই 'সৃজন'কে পর্ণার থে🍒কে আলাদা করতে চাইলে, বা পর্ণাকে ফাঁকি দিয়ে 'সৃজন'-এর সঙ্গে বিয়ে করতে চাইলে ꦏএক প্রকার লড়াই করে নিজেদের সম্পর্ক টিকিয়ে রাখতে হয় ‘পর্ণা’কে। কিন্তু এবার ‘পর্ণা’র পর্দার বরের সত্যিকার বিয়ে। নায়কের বিয়েতে কি উপস্থিত থাকবেন তিনি? যা বললেন অভিনেত্রী।
আনন্দবাজার অনলাইনকে দেওয়া এক স🎀াক্ষাৎকারে তিনি বললেন, 'তৃতীয় রবিবার বিয়ে। ছুটি পাব কিনা জানি না। ছুটি পেলে ধারাবাহিকের সকলে একসঙ্গে যাব। তখন সাজও আলাদা হ🌟বে। ছুটি না পেলে তার সাজ আলাদা।' তবে শাড়িতে সাজাতেই বেশি ভালোবাসেন পল্লবী। সাবেকি সাজ তাঁর বেশি পছন্দ। তাই এখন রীতিমতো ঠাকুরের নাম জপ করছেন তিনি, যাতে রবিবার ছুটি পান। আর পর্দার বরের বিয়েতে জমিয়ে সাজতে পারেন।
আরও পড়ুন: ‘ইমার্জেন্সি’-এর স্পেশাল স্ক্রিনিংয়ে সদগুরু! 'সহজ কাজ নয়…' কঙ্গনার প্রশংসায় পঞ্চ🎀মুখ
শ্বেটা রুবেলের বিয়ের কার্ড নিয়েও ইতিমধ্যেই স্যোশাল মিডিয়ায় নানা চর্চা দেখা গিয়েছে। কিন্তু পল্লবী মুগ্ধ রুবেলদের প্রীতভোজের কার্ড দেখে। এই প্রসঙ্গে নায়িকা বলেন, 'বিয়ের কার্ড দেখিনি। তবে প্রীতিভোজের কার্ড হাতে পেয়েছি। বেশ অন্য রকম। আমার ভালো লেগেছ𒊎ে। মনে হচ্ছে যে🌜ন বাড়ির ছেলের বিয়ে।'
উল্লেখ্য 🦩জানা গিয়েছে, বিয়েতে শ্বেতা লাল টুকটুকে বেনারসি পরবেন না, কিন্তু রংটা লাল ঘেঁষা হবে। আসলে সকলে তাঁকে লাল বেনারসিতে বহুবার দেখেছেন। তাই নিজের বিয়েতে আর লাল শাড়ি পরতে চান না অভিনেত্রী। তবে সাবেকি সাজেই সাজবেন তিনি। সোনার গয়না ও ফুলের মালায় একেবারে বাঙালিয়ানায় সাজবেন তিনি। কিন্তু বিয়ের সাজে বাঙালিয়ানার ছোঁয়া থাকলেও, বৌভাতে শ্বেতা একেবারে বলিউডি ধাঁচে সাজবেন, পরবেন প্যাস্টেল রঙের লেহঙ্গা। নতুন বৌয়ের সাজে শ্বেতাকে কেমন লাগে সেটাই এখন দেখার।
আরও পড়ুন: ‘খাদান-সন্তান🔜’ ✃দ্বৈরথে রাজ নয়, দেবের পাশেই থেকেছেন! তবে এবার বিরসার নায়িকা শুভশ্রী, নায়ক কে?
প্রসঙ্গত, নিজেদের প্রেম নিয়ে কোনওদিনই লুকোছাপাও করেননি রুবেল-শ্বেতা। ২০২০ সালে 'যমুনা ঢাকি' সিরিয়ালে একসঙ্গে কাজ করার সময়ই বন্ধুত্ব তৈরি হয় শ্বেতা-রুবেলের। পরে সেই বন্ধুত্ব ভালোবাসায় বদলে যায়। শুরুর দিকে তাঁরা অবশ্য নিজেদের সম্পর্কের বিষয়ে 🐭প্রকাশ্যে কোনও কথা বলতে চাইতেন না। পরে রুবেল-শ্ব⛎েতা দুজনেই খুল্লাম খুল্লা প্রেম করেছেন। প্রেমের কথা সকলের সামনে মেনেও নিয়েছেন।