গত ১০ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বলিউড অভিনেতা সানি দেওল অভিনীত 'জাট'। ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন এই ছবি মুক্তির জন্য। আর সানির সিনেমা ভক্ত এবং সমালোচকদের কাছ থেকে বেশ ভালো রিভিউ পেয়েছে। ফলত, বক্স অফিসে শুরুটা ধীর গতিতে হলেও, সপ্তাহান্তে কাঁপিয়ে দি𝄹য়েছে। শনিবারের পর,♌ রবিবারেও বাজি মারলেন সানি দেওল। তবে বক্স অফিসে চলা আরেক বলিউড সিনেমা ‘সিকন্দর’-এর হাল বর্তমানে বেশ খারাপ। এবার সলমনের সিনেমার বিদায় জানানোর পালা। কি্তু দুঃখের বিষয়, ছবিটি ১৫০ কোটির ঘরও ছুঁতে ব্যর্থ হল।
জাট বক্স অফিস সংগ্রহ
সানির 'জাট' প্রথম দিনে ৯.৫ কোটি টাকা সংগ্রহ করেছে। এরপর দ্বিতীয় দিনের এই ছবির আয়ে কিছুটা পতন দেখা যায়। শুক্রবার ছবিটি সাত কোটꦆি টাকা সংগ্রহ করেছে। তৃতীয় দিনে, অর্থাৎ শনিবার ছবি আয় করে ৯.৭৫ কোটি রুপি। আর স্যাকনিল্কের প্রাথমিক প্রতিবেদন অনুসারে, চতুর্থ দিনে অর্থাৎ রবিবার 'জাট' ঘরোয়া বক্স অফিসে ১৪ কোটি টাকা সংগ্রহ করেছে। আর সব মিল🧔িয়ে সিনেমাটির মোট সংগ্রহ ৪০.২৫ কোটি টাকায় পৌঁছেছে।
সানি দেওল অভিনীত ‘জাট’ পরিচালনা করেছেন দক্ষিণী পরিচালক গোপীচাঁদ মালিনী। ১০০ কোটি টাকায় বেশ বড় স্কেলে তৈরি এই সিনেমা। সানি ছাড়াও দেখা মিলেছে রেজিনা ক্যাসান্দ্রা, রণদীপ হুডা, বিনীত কুমার স♈িং, রম্যা কৃষ্ণন, জগপতি বাবুর মতো ౠঅভিনেতাদের।
সিকন্দর বক্স অফিস কালেকশন
দীর্ঘ সময় পর, সলমেꦓর ইদ রিলিজ ছল সিকন্দর। ফলত এই ছবি নিয়ে দর্শক উন্মাদনাও ছিল। তবে মুক্তির পর দেখা গ𝓀েল, দর্শকের কাছে গ্রহণযোগ্য হল না সিনেমাটি। যদিও সলমনের অভিনয় নয়, সমালোচিত হল ছবি নির্মাণ। গল্পে নতুন কিছু নেই দাবি তুলে, দর্শক ফেরালেন মুখ।
স্যাকনিল্কের প্রাথমিক প্রতিবেদন অনুসারে, 'সিকন্দার' রবিবার ১৫ তম দিনে ঘরোয়া বক্স অফিসে মাত্র ৫৪ লক্ষ টাকা সংগ্রহ করেছে। আর ছবির মোট সংগ্রহ এখন ১০৯.০৪ কোটি টাকায় পৌঁছেছে। এমনকী এক সাক্ষাৎকারে, দাবাংকে খানিক হতাশ হয়েই বলতে শোনা যায়, তিনি যেভাবে সব ছবির হয়ে প্রচার করেন, তাঁর বন্ধু বা সহকর্মীরা সেটা করেন না। বলে বসেন, ‘ওঁদের মনে হতে পারে, আমার হয়তো এসব দরকার পড়ে না। আসলে সবারই কাউক༒ে না কাউকে পাশে দরকার হয়, আমারও হয়।’ তারপরই অবশ্য নিজেকে সামলে নেন, ঘুরিয়ে দেন প্রসঙ্গ।