ꦍ শ্বেতা ভট্টাচার্য এবং রুবেল দাস সদ্যই সাতপাকে বাঁধা পড়েছেন। গত ২১ জানুয়ারি ছিল তাঁদের রিসেপশন। কিন্তু সেই অনুষ্ঠানের নতুন ছবি ভিডিয়োর মাঝে আচমকাই ভাইরাল হল এই তারকা জুটির বিয়ের একটি অদেখা মুহূর্ত। দীর্ঘদিনের প্রেম পূর্ণতা পেতেই কেঁদে ফেলেন শ্বেতা।
আরও পড়ুন: 🌟১৫ কোটির দোরগোড়ায় ইমারজেন্সি, প্রথম মঙ্গলবার বক্স অফিসে কত আয় করল কঙ্গনার ছবি?
আরও পড়ুন:﷽ শরীরে থাবা বসিয়েছে ক্যানসার, তাও ‘অল দ্যাট ব্রিথস’র পরিচালক শৌনক বললেন, ‘ছদ্মবেশী আশীর্বাদ’! কেন?
কী ঘটেছে?
💧এদিন যে ভিডিয়ো প্রকাশ্যে এসেছে সেখানে দেখা যাচ্ছে সিঁদুরদান হয়ে গিয়েছে। কিন্তু চলছে বিয়ের অন্যান্য মন্ত্রপাঠ এবং গান। নেপথ্যে রবীন্দ্র সঙ্গীত গাইতে শোনা যাচ্ছে মহিলা পুরোহিতদের। প্রসঙ্গত রুবেল দাস এবং শ্বেতা ভট্টাচার্য বৈদিক মতে বিয়ে করেছেন। সিঁদুরদানের পর আর আবেগকে ধরে রাখতে পারেননি অভিনেত্রী। ঝরঝর করে কেঁদে ফেলেন তিনি। বিয়ের আসরে বসেই চোখের জল মুছতে থাকেন। কোনও মতে সামলান নিজেকে।
🎀অন্যদিকে তখন রুবেলের আশীর্বাদ চলছিল। সোনার হার পরিয়ে কেউ তাঁকে আশীর্বাদ করছেন যে সেটা ভিডিয়োতে দেখা যায়।
শ্বেতা রুবেলের রিসেপশন
🐭বিয়েতে যেমন নাচতে নাচতে এসেছে রুবেল, বা বরের আসার খবর পেয়ে নাচ শুরু করেন শ্বেতা তেমনি রিসেপশনে তাঁদের জমিয়ে নাচতে দেখা গেল এদিন। কখনও সাইয়া সুপারস্টার গানে তো কখনও মুঝসে শাদি কারোগি গানে। বিয়েতে আলাদা আলাদা নাচলেও বৌভাতে কিন্তু এই নতুন তারকা দম্পতিকে জুটি বেঁধে ম্যাচিং পোশাকে জমিয়ে নাচতে দেখা যায়। বিয়েতে যেমন কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকের কলাকুশলীদের দেখা যায়, তেমনি তাঁদের বৌভাতের আসর জমেছিল নিম ফুলের মধু ধারাবাহিকের অভিনেতাদের উপস্থিতিতে। শ্বেতার বিয়েতে এসেছিলেন প্রজাপতি ছবির পরিচালক অভিজিৎ সেনও।
💙প্রসঙ্গত রুবেল দাস এবং শ্বেতা ভট্টাচার্য গত ৩ বছর ধরে চুটিয়ে প্রেম করেছেন। কখনও তাঁরা তাঁদের সম্পর্ক নিয়ে রাখঢাক করেননি। যমুনা ঢাকি নামক জি বাংলার একটি সিরিয়াল করতে গিয়ে তাঁদের আলাপ। সেই আলাপ গড়ায় প্রেমে। গত তিন বছর সময়ে নানা চড়াই উতরাই পেরিয়েছেন দুজনে। অভিনেতার কঠিন সময় তাঁর পাশে ঢাল হয়ে থাকতে দেখা গিয়েছে অভিনেত্রীকে।