আফগানিস্তানে তীব্র ভূমিকম্প। সেই কম্পন অনুভূত হল ভারতের দিল্লিতেও। বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, আফগানিস্তানে ৫.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল বাঘলান থেকে ১৬৪ কিলোমিটার পূর্বে। ইএমএসসি প্রথমে ৬.৪ মাত্রার ভূমিকম্পের কথা জানিয়েছিল। পরে তা সংশোধন করে জানানো হয়, কম্পনের মাত্রা ছিল ৫.৬। যদিও ন্যাশনাল সেন্টার ফর সেসমোলজি জানিয়েছে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৯। ভারতীয় সময় ভোর ৪টে ৪৪ মিনিটে এই কম্পন অনুভূত হয়। এই ভূমিকম্পের উৎসস্থলের ছিল ভূপৃষ্ট থেকে প্রায় ৭৫ কিলোমিটার গভীরে। (আরও পড়ুন: 'ওদের পিছনে সময় নষ্টের ♎কোনও মানে হয় না', পাকিস্তানকে 🌳তুচ্ছতাচ্ছিল্য জয়শংকরের)
আরও পড়ুন: আজ ওয়াকফ শ🍷ুনানি সুপ্রিম কোর্টে, রাজ্যে 'হিন্দু শহিদ দিবস' পালনের ডাক BJP-র
এদিকে আজ সকালে তাজিকিস্তানে ৫.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। গত দুই দিনে মধ্য এশিয়ার দেশটিতে এটি তৃতীয় বড় ধরনের ভূমিকম্প ছিল। এদিকে এই কম্পনের প্রভাব আফগানিস্তানেও পড়ে। এরই সঙ্গে কিরগিস্তানেও এই কম্পন অনুভূত হয়। এদিকে দিল্লি-এনসিআর অঞ্চলেও আজ সকালে ভূমিকম্পের জেরে কম্পন অনুভূত হয়েছে বলে দাবি করা হচ্ছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ অনেকেই দাবি করেছেন, তারা কম্পন অনুভব করেছেন দিল্লিতে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাও💛য়া যায়নি।
উল্লেখ্য, বিগত দিনে দক্ষিণ এশিয়া বারবার কেঁপে উঠেছে ভূম꧒িকম্পে। কয়েকদিন আগেই মায়ানমারে ভয়াবহ ভূমিকম্প হয়েছিল যাতে কয়েক হাজার মানুষের মৃত্যু ঘটেছে। এর আগে মঙ্গলবার রাতে তিব্বতে ও বিকেলে নেপালে মাঝারি ধরনের দুইটি ভূমিকম্প অনুভূত হয়। এসব ঘটনায়ও হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর মেলেনি। এদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, আজ ফিলিপিন্সের মিন্দানাও দ্বীপের উপকূলে আঘাত হেনেছে একটি ভূমিকম্প। রিখটার স্কেলে সেটির মাত্রা ছিল ৫.৩। ফিলিপিন্স ইনস্টিটিউট অফ ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি জানায়, এই ভূমিকম্পের কেন্দ্রস্থল মাইতুম শহর থেকে প্রায় ৪৩ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে পাহাড়ি ও জনবিরল এলাকায় অবস্থিত। স্থানীয় কর্তৃপক্ষ এএফপিকে জানিয়েছে, ভূমিকম্পে বড় ধরনের কোনও ক্ষয়ক্ষতি হয়নি।