সদ্য পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের সরাসরি প্যারিসগামী বিমান ফের চালু হতেই তা নিয়ে একটি বিজ্ঞাপনী পোস্টඣ দেয় সংস্থা। সেই বিজ্ঞাপনে দেখা যায়, ছবিতে প্যারিসের আইফেল টাওয়ারের একদম মুখে পিএআইএর বিমান। যে দৃশ্য অনেককেই ২০০১ সালে ৯/১১র ঘটনা মনে করে দিয়ে। যেদিন আমেরিকার টুইন টাওয়ারে জঙ্গিদের হাতে হাইজ্যাক হওয়া বিমানটি সোজাসুজি গিয়ে ধাক্কা মারে এবং তাতে শতাধিক প্রাণ নিমেষে শেষ হয়ে যায়। খানিকটা সেই অভিশপ্ত স্মৃতিই পিআইএর এই নয়া বিজ্ঞাপনে ফিরেছে, বলে বহু নেটিজেনের দাবি। এই নিয়ে হইচই শুরু হতেই নড়েচড়ে বসল পাকিস্তানের শেহবাজ শরিফ প্র✅শাসন।
জানা গিয়েছে, এই বিজ্ঞাপন নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ তদন্তের নির্দেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সেদেশের অর্থমন্ত্রী। পাকিস্তানের অর্থমন্ত্রী ইশক দার বলেন,' প্রধানমন্ত্রী নির্দে♓শ দিয়েছেন তদন্তের, যাতে খতিয়ে দেখা হয় কার মস্তিষ্কপ্রসূত (কে বানিয়েছেন), এটা বোকামি।' বিতর্ক সত্ত্বেও, চার বছরের মধ্যে পিআইএ-এর প্যারিসের প্রথম ফ্লাইটটি ১০ জানুয়ারি চার্লস ডি গল বিমানবন্দরে সফলভাবে অবতরণ করে। যদিও ইইউ সম্প্রতি পিআইএ ফ্লাইটের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে, তবে ꦓএয়ারলাইন্সটির মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে চলাচলে বাধা রয়ে গেছে।
( Sun Transit In Kumbh: কুম্ভে যেতেই 🤪সূর্য থাকবেন কৃপার মেজাজে! বৃষ, ত🔯ুলা, মেষ.. কার ভাগ্যে কী আসবে?)
উল্লেখ্য, পিআইএ-র কার্যত ছায়াসঙ্গী হয়ে গিয়েছে বিতর্ক। এর আগে, ২০১৭ সালে সংস্থার উন্নতিকল্পে বিমানবন্দরের টারম্যাকে ছাগল-বলি দিয়েছিলেন সংস্থার কর্মীরা। তা নিয়ে বিতর্ক থ🐓েকে শুরু করে বিস্তর সমালোচনা হয়েছিল। কর্মীরা মনে করেছিলেন, সেই ছাগল বলি হলে তা থেকে সৌভাগ্য আসবে। সোশ্যাল মিডিয়ায় তা নিয়ে ট্রোলের বন্যা বয়ে গিয়েছিল। এদিকে, ২০২০ সালে করাচিতে পিআইএর বিমানের ভয়াবহ দুর্ঘটনার পর ইউরোপিয় ইউনিয়ন ৪ বছরের জন্য পিআইএর বিমানে নিষেধাজ্ঞা জারি করে নিরাপত্তাজনিত কারণে। সেই নিষেধাজ্ঞার পর্ব শেষ করে সবেমাত্র প্যারিসে উড়ে গিয়েছে পিআইএর বিমান। আর তার শুরুতেই শুরু হয়ে গিয়েছে বিস্তর বিতর্ক, সমালোচনা। যার কেন্দ্রে রয়েছে ‘প্যারিস উই আর কামিং টুডে’ লেখা বিজ্ঞাপন। বিজ্ঞাপনে প্যারিসের আইফেল টাওয়ারটির ছবি যেখানে রাখা হয়েছে, একেবারে তার মুখে রাখা হয়েছে বিমানের ছবিটি। সেখানে বিমানটি আইফেলটাওয়ার-মুখী করে রাখা হয়েছে। তা নিয়েই বিস্তর সমালোচনা শুরু হয়েছে।