বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে সূর্যদেব মান, সম্মান, প্রতিষ্ঠা, জনপ্রিয়তার কারক। এছাড়াও সরকারি চাকরি সহ একাধিক বিষয়ের কারক হলেন সূর্যদেব। ফলে সূর্যদেবের সামান্য গতিবিধি এদিক থেকে ওদিক থেকে তার প্রভাব জাতক জাতিকাদের জীবনে পড়তে থাকে। এবার সূর্যদেব কুম্ভ রাশিতে আসতে চ🌃লেছেন। ঠিক ১ বছর পর এবার ফেব্রুয়ারিতে সূর্যদেব কুম্ভে প্রবেশ করবেন। তার প্রভাব বহু রাশিতেই পড়তেই চলেছে। কারা কারা সূর্যদেবের এই গতিতে লাভবান হতে চলেছেন, দেখা যাক।
বৃষ
সূর্যদেব, আপনার কর্মস্থানে সঞ্চার করবেন। এই সময় আপনি আপনার কাজের দিক থেকে বেশ লাভ পাবেন। সব দিক থেকে ভালো﷽ সাফল্য পাবেন। চাকরিতে রয়েছে পদোন্নতির যোগ। যাঁরা চাকরি খুঁজছেন, তাঁরাও পাবেন সুখবর। কাজের দিক থেকে ইতিবাচক প্রভাব পড়বে। কর্মস্থলে সব কিছু ইতিবাচক হবে। ব্যবসায় নতুন সম্ভাবনা তৈরি হবে। অংশীদারির কাজ যাঁরা করেন, তাঁরা পাবেন লাভ। বাবার সঙ্গে সম্পর্কে আসবে জোর।
তুলা
সূর্যদেব আপনার রাশিতে পঞ্চমভাবে সঞ্চরণ করবেন।🍌 সন্তানের সঙ্গে সম্পর্কিত কোনও ভালো খবর পেতে পারেন। সন্তানের বিয়ে কিম্বা চাকরির সুখবর আসতে পারে আপনার কাছে। জীবনসঙ্গীর সঙ্গে যদি পꩲুরনো কোনও মতপার্থক্য থেকে থাকে, তা শেষ হয়ে যাবে। প্রেমের সম্পর্কে আসবে পোক্তভাব। আপনার আয়ে হবে বৃদ্ধি। টাকা বা পয়সার সঙ্গে সম্পর্কিত কোনও সিদ্ধান্ত এই সময় নিতে পারেন। সময়ে সময়ে আকস্মিক ধনলাভ হতে পারে।
মেষ
সূর্যগ্রহ আপনার গোচর কুণ্ডলীতে আয় আর লাভের ভাবে সঞ্চরণ করছে। এই সময় আপনার রোজগারে দারুন ব🀅ৃদ্ধি দেখা যাবে। আয়ের নতুন নতুন রাস্তা খুলে যাবে। পারিবারিক আর প্রেমের সম্পর্কে সামঞ্জস্য আসবে। বাড়িতে আনন্দের সময় আসবে। কর্মক্ষেত্রে আপনার ক্ষমতার পরিচিতি হবে। বেতন বাড়বে। ফ্রিলান্স বা পার্টটাইম কোনও কাজ থেকে রোজগার হবে। বিনিয়োগ থেকে লাভ হবে।
( এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করꦬেনি হিন্দুস্ไতান টাইমস বাংলা। )