কিছুদিন আগেই রীতিমতো ঢাকঢোল পিটিয়ে পড়শি বাংলাদেশে আত্মপ্রকাশ করেছিল নয়া রাজনৈতিক দল 'ন্যাশনাল সিটিজেন পার্টি' বা জাতীয় নাগরিক দল বা এনসিপি। আর এবার শোনা যাচ্ছে - বদলে যাওয়া বাংলাদেশে আরও একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে চলেছে! এই দলেরও মূল এজেন্ডা হবে - জুলাইয়ের (২০২৪ সালের জুলাই - অগস্ট ছাত্র আন্দোলন ও গণ-অভ্যুত্থান) সমস্ত আকা🥂ঙ্ক্ষা বাস্তবায়িত করা।
দাবি করা হচ্ছে, চলতি এপ্রিল (২০২৫) মাসেই এই নয়া র🍃াজনৈতিক দল আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে। যার নামকরণও ইতিমধ্যেই করা হয়ে গিয়েছে - 'ইউনাইটেড পিপলস বাংলাদেশ' বা সংক্ষেপে আপ বাংলাদেশ!
বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে এই ঘোষণা সংক্রান্ত একটি পোস্ট করেছেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আলী আ🦹হসান জুনায়েদ। জানা গিয়েছে, এই যুবকই আপ বাংলাদেশ গঠনের প্রধান উদ্যোক্তা।
ꦉজুনায়েদ তাঁর দীর্ঘ পোস্টে জানিয়েছেন, 'জুলাইয়ের আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে গঠিত হতে যাওয়া আসন্ন রাজনৈতিক প্ল্যাটফর্মের নাম আমরা ঠিক করেছি ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)। জুলাইয়ের আকাঙ্খা বলতে আমরা সুনির্দিষ্টভাবে কিছু লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি, যেটি বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশের আপামর ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে প্ল্যাটফর্মটি এগিয়ে যাবে ইনশাআল্লাহ'।
এনসিপি নেতৃত্বের মতোই জুনায়েদও উৎখাত হয়ে যাওয়া হাসিনা সরকারকে নিশানা করে সেই সময়কার নানা ঘটনা ও অভিযোগের বিচার চেয়েছেন। নতুন দলের লক্ষ্যও স্থির করে দিয়েছেন তিনি। ফেসবুকে লিখেছেন, ‘পিলখানা, শাপলা চত্বর ও জুলাই গণহত্যার মত♒ো ভয়াবহ অপরাধের বিচার, ফ্যাসিবাদী দল আওয়ামী লিগের নিষিদ্ধকরণ এবং জুলাইয়ের আহত যোদ্ধা ও শহিদ পরিবারকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার দাবিতে জনমত ও রাজনৈতিক আন্দোলন গড়ে তোলা এই প্ল্যাটফর্মের প্রাথমিক লক্ষ্যমাত্রা হিসেবে বিবেচিত হবে।’
অর্থাৎ - এক্ষেত্রে তিনি এই রাজনৈতিক দলটিকে একটি 'প্ল্যাটফর্ম' বলে উল্লেখ করেছেন। এবং আরও লিখেছেন, 'বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন, সমাজের সর্বস্তরে যোগ্য ও নৈতিক নেতৃত্বের প্রতিষ্ঠা, সামাজিক সুবিচার ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠাকরণ, সামাজিক নিরাপত্তা বিধান এবং ধর্মীয় বিশ্বাস ও মꦏূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল সামাজিক চুক্তির ভিত্তিতে বাংলাদেশ পুনর্গঠন এই প্ল্যাটফর্মের দীর্ঘমেয়াদি লক্ষ্যমাত্রা' ধার্য করা হয়েছে।
অন্য়ান্য একাধিক রাজনীতিকের মতোই তিনিও আধুনিক বাংলাদেশ গড়ার বার্তা দিয়েছেন। সকলের জন্য সমান অধিকারের কথা বলেছেন। তাঁর লেখা অনুসারে - '৪টি রাহুগ্রাস থেকে বাংলাদেশকে মুক্ত করার অঙ্গীকার থাকবে এই প্ল্যাটফর্মের প্রস্তাবনায় - ফ🐎্যাসিবাদ, আধিপত্যবাদ, ধর্মবিদ্বেষ এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় ঘোষণা করবে জুলাই গণঅভ্যুত্থান শক্তির এই প্ল্যাটফর্মটি। '
স🥃বশেষে বাংলাদেশের আমজনতাকে এই নয়া রাজনৈতিক মঞ্চে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন জুনায়েদ।